হেলমেটে হোক সুরক্ষা

মোটরসাইকেলে চালানোর একশ্রেণির চালক থাকে অসতর্ক, থাকে না মাথার হেলমেট, নানা সুরক্ষার সরঞ্জামাদি, এমনকি অনুপস্থিত থাকে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র। গুটিকয়েক জনের মাথায় হেলমেট থাকলেও তা যেন নামমাত্র হেলমেট।

হেলমেট হবে সুরক্ষার জন্য কিন্তু আমাদের দেশে পাঠাওসহ বিভিন্ন রাইট ওভার শেয়ারিং যে হেলমেট ব্যবহার করে তা যেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

এই নিম্নমানের হেলমেটের জন্য আর এই অসতর্কতার জন্য দুর্ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, এমনকি ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। অসংখ্য প্রাণ বাঁচাতে আমদের হতে হবে সতর্ক, পরিহার করতে হবে নিম্নমানের হেলমেট।

মেহেদী হাসান সাগর

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

হেলমেটে হোক সুরক্ষা

image

মোটরসাইকেলে চালানোর একশ্রেণির চালক থাকে অসতর্ক, থাকে না মাথার হেলমেট, নানা সুরক্ষার সরঞ্জামাদি, এমনকি অনুপস্থিত থাকে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র। গুটিকয়েক জনের মাথায় হেলমেট থাকলেও তা যেন নামমাত্র হেলমেট।

হেলমেট হবে সুরক্ষার জন্য কিন্তু আমাদের দেশে পাঠাওসহ বিভিন্ন রাইট ওভার শেয়ারিং যে হেলমেট ব্যবহার করে তা যেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

এই নিম্নমানের হেলমেটের জন্য আর এই অসতর্কতার জন্য দুর্ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, এমনকি ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। অসংখ্য প্রাণ বাঁচাতে আমদের হতে হবে সতর্ক, পরিহার করতে হবে নিম্নমানের হেলমেট।

মেহেদী হাসান সাগর