মহেশপুরে আম্পান ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন অর্থ

গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামা লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে যাচাই- বাছাই করে উপজেলার ১২টি ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

শুক্রবার, ২১ মে ২০২১ , ৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ৮ শাওয়াল ১৪৪২

মহেশপুরে আম্পান ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন অর্থ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামা লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে যাচাই- বাছাই করে উপজেলার ১২টি ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।