সোনাতলায় আ’লীগে ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৩

পুলিশ মোতায়েন

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই দলের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও দুদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। গত বুধবার বিকেল থেকে এ অবস্থা চলছে।

সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লিটনের দল ও সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের দলের মধ্যে এই ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের দুই দলের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় তেমন কোন ঘটনা ঘটেনি। তবে দুইদল এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও সতার্কাবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, এমপি মহোদয়কে প্রধান অতিথি করে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল।

কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এতে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল থেকেই দুই দলের মধ্যে চলছে নানা বাগ্বিতন্ডা ও ধাওয়া পাল্টাধাওয়া।

শুক্রবার, ২১ মে ২০২১ , ৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ৮ শাওয়াল ১৪৪২

সোনাতলায় আ’লীগে ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৩

পুলিশ মোতায়েন

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই দলের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও দুদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। গত বুধবার বিকেল থেকে এ অবস্থা চলছে।

সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লিটনের দল ও সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের দলের মধ্যে এই ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের দুই দলের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় তেমন কোন ঘটনা ঘটেনি। তবে দুইদল এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও সতার্কাবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, এমপি মহোদয়কে প্রধান অতিথি করে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল।

কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এতে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল থেকেই দুই দলের মধ্যে চলছে নানা বাগ্বিতন্ডা ও ধাওয়া পাল্টাধাওয়া।