আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা চট্টগ্রামে

আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে চট্টগ্রামে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শতশত গ্রাহকের উপস্থিতিতে বক্তব্য রাখেন কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ, সহ-সভাপতি শাহজাহান সুফি, এম.এ মান্নান খান, সাধারণ সম্পাদক এ.কে.এম অলিউল্লা হক, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিনিধি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিনিধি, গ্রাহক প্রকৌশলী মফিজুর রহমান, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর। মতবিনিময় সভায় কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ বলেন, আবাসিকে গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে একশ্রেণীর দুর্নীতিবাজ সরকারি আমলা জড়িত।

কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হক তার বক্তব্যে বলেন, ‘গ্যাস সংযোগ পাওয়া আমাদের অধিকার।

সরকার গ্যাস গ্রাহকদের নিকট থেকে টাকা নিয়েও গত ৫ বছর ধরে গ্যাস সংযোগ না দেয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি.-এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় সভায় উপস্থিত ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকের দাবির পরিপ্রেক্ষিতে উপস্থিত সভার প্রধান বক্তা বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর গ্রাহক ও ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করাসহ গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের  দায়িত্ব নিয়ে বলেন, আমরা চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকসহ দেশব্যাপী প্রায় ২ লাখ আবেদনকারী গ্যাস গ্রাহক ডিমান্ড নোটসহ সরকারি অন্য সব খরচাদির টাকা জমা দিয়ে গত ৫ বছর ধরে সংযোগ প্রাপ্তির জন্য অপেক্ষমাণ।

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ , ২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৮ শাওয়াল ১৪৪২

আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে চট্টগ্রামে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শতশত গ্রাহকের উপস্থিতিতে বক্তব্য রাখেন কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ, সহ-সভাপতি শাহজাহান সুফি, এম.এ মান্নান খান, সাধারণ সম্পাদক এ.কে.এম অলিউল্লা হক, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিনিধি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিনিধি, গ্রাহক প্রকৌশলী মফিজুর রহমান, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর। মতবিনিময় সভায় কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ বলেন, আবাসিকে গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে একশ্রেণীর দুর্নীতিবাজ সরকারি আমলা জড়িত।

কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হক তার বক্তব্যে বলেন, ‘গ্যাস সংযোগ পাওয়া আমাদের অধিকার।

সরকার গ্যাস গ্রাহকদের নিকট থেকে টাকা নিয়েও গত ৫ বছর ধরে গ্যাস সংযোগ না দেয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি.-এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় সভায় উপস্থিত ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকের দাবির পরিপ্রেক্ষিতে উপস্থিত সভার প্রধান বক্তা বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর গ্রাহক ও ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করাসহ গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের  দায়িত্ব নিয়ে বলেন, আমরা চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকসহ দেশব্যাপী প্রায় ২ লাখ আবেদনকারী গ্যাস গ্রাহক ডিমান্ড নোটসহ সরকারি অন্য সব খরচাদির টাকা জমা দিয়ে গত ৫ বছর ধরে সংযোগ প্রাপ্তির জন্য অপেক্ষমাণ।