স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চলবে আজ থেকে

১ চলবে ট্রেন ও লঞ্চ

বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আজ থেকে চালু হচ্ছে সব ধরনের গণপরিবহন। যা আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এর পর ২৩ জুলাই সকার ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আবার বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।

ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গতকাল মধ্যরাত থেকে চলাচল শুরু হয়েছে বাস ও লঞ্চ সার্ভিস। ভাড়া না বাড়িয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আজ চলাচল করবে ট্রেন সার্ভিস। ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রয় হবে শুধু মাত্র অনলাইনে ও মোবাইল অ্যাপে। এছাড়া কমিউটার ও মেইল ট্রেনে টিকেট পাওয়া যাবে কাউন্টারে।

স্বাস্থ্যবিধি মানার শর্তে সড়কপথের বাস-মিনিবাস চলাচলের জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল সংস্থার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না।

সমন্বয় করা ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজর/কন্ডাক্টর, হেলপার ও টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরা/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে, এছাড়াও যানবাহনের মালিকপক্ষকে যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠা-নামা করতে হবে।

শতভাগ স্বাস্থ্যবিধি মানা শর্তে গতকাল মধ্যরাত থেকে চালু হয়েছে লঞ্চ সার্ভিস। গতকাল রাত ১২টার পর ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে দুটি লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়। এ ক্ষেত্রে শুধু মাত্র ডেকের যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হবে। কেবিনের যাত্রীদের কোন ভাড়া বাড়ানো হয়নি বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র সূত্র জানায়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘বিধিনিষেধ শিথিল হাওয়ায় বুধবার মধ্যরাত থেকে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। বুধবার রাত ১২টার পরে চাঁদপুরগামী দুটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে। সকালে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার লঞ্চ চলাচল করবে। সন্ধ্যার পর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব লঞ্চ ঢাকা ছেড়ে যাবে। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে ডেকের যাত্রীদের জন্য ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।’

ঈদের দিন ব্যতীত আজ থেকে ২২ জুলাই পর্যন্ত চলাচল করবে আন্তঃনগর ট্রেন সার্ভিস। যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার শর্তে আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইনে বিক্রয় করা হবে। এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই ঈদ যাত্রার সব টিকিট গতকাল থেকে অনলাইনে বিক্রয় শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চলবে আজ থেকে

১ চলবে ট্রেন ও লঞ্চ

নিজস্ব বার্তা পরিবেশক

বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আজ থেকে চালু হচ্ছে সব ধরনের গণপরিবহন। যা আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এর পর ২৩ জুলাই সকার ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আবার বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।

ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গতকাল মধ্যরাত থেকে চলাচল শুরু হয়েছে বাস ও লঞ্চ সার্ভিস। ভাড়া না বাড়িয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আজ চলাচল করবে ট্রেন সার্ভিস। ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রয় হবে শুধু মাত্র অনলাইনে ও মোবাইল অ্যাপে। এছাড়া কমিউটার ও মেইল ট্রেনে টিকেট পাওয়া যাবে কাউন্টারে।

স্বাস্থ্যবিধি মানার শর্তে সড়কপথের বাস-মিনিবাস চলাচলের জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল সংস্থার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না।

সমন্বয় করা ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজর/কন্ডাক্টর, হেলপার ও টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরা/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে, এছাড়াও যানবাহনের মালিকপক্ষকে যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠা-নামা করতে হবে।

শতভাগ স্বাস্থ্যবিধি মানা শর্তে গতকাল মধ্যরাত থেকে চালু হয়েছে লঞ্চ সার্ভিস। গতকাল রাত ১২টার পর ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে দুটি লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়। এ ক্ষেত্রে শুধু মাত্র ডেকের যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হবে। কেবিনের যাত্রীদের কোন ভাড়া বাড়ানো হয়নি বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র সূত্র জানায়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘বিধিনিষেধ শিথিল হাওয়ায় বুধবার মধ্যরাত থেকে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। বুধবার রাত ১২টার পরে চাঁদপুরগামী দুটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে। সকালে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার লঞ্চ চলাচল করবে। সন্ধ্যার পর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব লঞ্চ ঢাকা ছেড়ে যাবে। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে ডেকের যাত্রীদের জন্য ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।’

ঈদের দিন ব্যতীত আজ থেকে ২২ জুলাই পর্যন্ত চলাচল করবে আন্তঃনগর ট্রেন সার্ভিস। যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার শর্তে আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইনে বিক্রয় করা হবে। এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই ঈদ যাত্রার সব টিকিট গতকাল থেকে অনলাইনে বিক্রয় শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।