জীবন বীমার প্রিমিয়াম দেওয়া যাবে ‘নগদ’-এ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সম্প্রতি ঢাকায় জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকরা জীবন বীমা করপোরেশনের প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।

‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এবং জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) শেখ কামাল হোসেন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, এখন থেকে আমাদের গ্রাহকরা যেকোনো সময় কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের প্রিমিয়াম জমা দিতে পারবেন। তিনি বলেন, যদিও দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এক দশক আগে শুরু হয়েছে, কিন্তু বিভিন্ন উদ্ভাবনী সমাধানের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দৈনিক ৭০০ কোটি টাকা লেনদেনের সঙ্গে পাঁচ কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে ‘নগদ’।

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক রাষ্ট্রীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে এমন চুক্তির বিষয়কে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আশা করি আমাদের প্রিমিয়াম আদায়ের বেশিরভাগই আসবে নগদ-এর মাধ্যমে।

‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি) এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ৩১ জুলাই ২০২১ , ১৬ শ্রাবণ ১৪২৮ ২০ জিলহজ ১৪৪২

জীবন বীমার প্রিমিয়াম দেওয়া যাবে ‘নগদ’-এ

image

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সম্প্রতি ঢাকায় জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকরা জীবন বীমা করপোরেশনের প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।

‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এবং জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) শেখ কামাল হোসেন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, এখন থেকে আমাদের গ্রাহকরা যেকোনো সময় কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের প্রিমিয়াম জমা দিতে পারবেন। তিনি বলেন, যদিও দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এক দশক আগে শুরু হয়েছে, কিন্তু বিভিন্ন উদ্ভাবনী সমাধানের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দৈনিক ৭০০ কোটি টাকা লেনদেনের সঙ্গে পাঁচ কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে ‘নগদ’।

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক রাষ্ট্রীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে এমন চুক্তির বিষয়কে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আশা করি আমাদের প্রিমিয়াম আদায়ের বেশিরভাগই আসবে নগদ-এর মাধ্যমে।

‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি) এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।