বাংলাদেশের বাজারে লেনোভো ট্যাব

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে লেনোভো ট্যাব এম ৮ এবং লেনোভো ট্যাব এম ১০ এই দুটি মডেলের চারটি ভ্যারিয়েন্টের ডিভাইস।

লেনোভো ট্যাব এম ৮ : ট্যাবটিতে রয়েছে আট ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ডলবি অডিও স্পিকার। ৫১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির এই ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, সামনে রয়েছে ২ মেগা পিক্সেল ক্যামেরা। ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এই দুটি ধরনে ট্যাবটি বাজারে পাওয়া যাচ্ছে। সঙ্গে আছে মাইক্রো এসডি কার্ড ট্রে।

লেনোভো ট্যাব এম ১০ : ট্যাবটিতে রয়েছে ১০.১ ইঞ্চি আইপিএস এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ডিভাইসিটর পেছনে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম, যাতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা পাবেন।

ট্যাব দু’টির দাম যথাক্রমে ১৪৯৯৯ টাকা এবং ২৮৯৯৯ টাকা। লেনোভো ট্যাব পাওয়া যাচ্ছে www.salextra.com.bd এবং অন্যান্য অনলাইন মার্কেট প্লেসগুলোতে। ক্রেডিট কার্ড ছাড়া ইএমআইতে পণ্য কেনার সুযোগও থাকছে সেলক্সট্রাতে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ৩১ জুলাই ২০২১ , ১৬ শ্রাবণ ১৪২৮ ২০ জিলহজ ১৪৪২

বাংলাদেশের বাজারে লেনোভো ট্যাব

image

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে লেনোভো ট্যাব এম ৮ এবং লেনোভো ট্যাব এম ১০ এই দুটি মডেলের চারটি ভ্যারিয়েন্টের ডিভাইস।

লেনোভো ট্যাব এম ৮ : ট্যাবটিতে রয়েছে আট ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ডলবি অডিও স্পিকার। ৫১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির এই ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, সামনে রয়েছে ২ মেগা পিক্সেল ক্যামেরা। ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এই দুটি ধরনে ট্যাবটি বাজারে পাওয়া যাচ্ছে। সঙ্গে আছে মাইক্রো এসডি কার্ড ট্রে।

লেনোভো ট্যাব এম ১০ : ট্যাবটিতে রয়েছে ১০.১ ইঞ্চি আইপিএস এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ডিভাইসিটর পেছনে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম, যাতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা পাবেন।

ট্যাব দু’টির দাম যথাক্রমে ১৪৯৯৯ টাকা এবং ২৮৯৯৯ টাকা। লেনোভো ট্যাব পাওয়া যাচ্ছে www.salextra.com.bd এবং অন্যান্য অনলাইন মার্কেট প্লেসগুলোতে। ক্রেডিট কার্ড ছাড়া ইএমআইতে পণ্য কেনার সুযোগও থাকছে সেলক্সট্রাতে। সংবাদ বিজ্ঞপ্তি।