বঙ্গবন্ধু সাঁতার আজ

শতাধিক ইভেন্টে প্রায় পাঁচশ’ সাঁতারুর অংশগ্রহণে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মিরপুরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে খেলবে অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ বছর বয়সের জুনিয়র সাাঁতারুরা। ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১ মিটার ¯িপ্রং বোর্ড, ৩ মিটার ¯িপ্রং বোর্ড ও ৫ মিটার প্লাটফর্ম ডাইভিং) অনুষ্ঠিত হবে।

গতকাল বিওএ ডাচ-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, কার্যনির্বাহী সদস্য নিবেদিতা দাস ও ক্যাপ্টেন এম মনিরুজ্জামান উপস্থিত থেকে এসব তথ্য দেন। বিজয়ী সাঁতারুদের পদক ছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকারা ব্যক্তিগত ট্রফি ও আর্থিক পুরস্কার পাবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ ভবনে সাঁতারু ও অফিসিয়ালদের স্বাস্থ্যবিধি মেনে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এই আসরটি।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

বঙ্গবন্ধু সাঁতার আজ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

শতাধিক ইভেন্টে প্রায় পাঁচশ’ সাঁতারুর অংশগ্রহণে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মিরপুরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে খেলবে অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ বছর বয়সের জুনিয়র সাাঁতারুরা। ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১ মিটার ¯িপ্রং বোর্ড, ৩ মিটার ¯িপ্রং বোর্ড ও ৫ মিটার প্লাটফর্ম ডাইভিং) অনুষ্ঠিত হবে।

গতকাল বিওএ ডাচ-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, কার্যনির্বাহী সদস্য নিবেদিতা দাস ও ক্যাপ্টেন এম মনিরুজ্জামান উপস্থিত থেকে এসব তথ্য দেন। বিজয়ী সাঁতারুদের পদক ছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকারা ব্যক্তিগত ট্রফি ও আর্থিক পুরস্কার পাবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ ভবনে সাঁতারু ও অফিসিয়ালদের স্বাস্থ্যবিধি মেনে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এই আসরটি।