ইতিহাস গড়লেন তিন নারী আরচার

এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন নারী আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।

আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের বুধবার ৫ম দিনে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।

গতকাল সকালে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছে দিয়া। শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ছেলেদের হাত ধরে দ্বিতীয় পদক

এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপের একই ইভেন্টে (রিকার্ভ) মেয়েদের পথে হেঁটে ছেলেরাও পদকের দেখা পান।

পুরুষ দলগত ইভেন্টে কাজাখস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্র্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

বাংলাদেশ এর আগে বিশ্বকাপে পদক জয় করেছে, সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এশিয়ান আরচারিতে প্রথমবারের মত পদক পেয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের তীরন্দাজরা।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা ২২৩-২৩৫ স্কোরে ভারতের কাছে পরাজিত হন।

শুক্রবার সকালে মিশ্র দ্বৈতে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

ইতিহাস গড়লেন তিন নারী আরচার

ক্রীড়া বার্তা পরিবেশক

image

তীর ছুড়ছেন দিয়া, পেছনে নাসরিন-বিউটি - সংগৃহীত

এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন নারী আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।

আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের বুধবার ৫ম দিনে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।

গতকাল সকালে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছে দিয়া। শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ছেলেদের হাত ধরে দ্বিতীয় পদক

এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপের একই ইভেন্টে (রিকার্ভ) মেয়েদের পথে হেঁটে ছেলেরাও পদকের দেখা পান।

পুরুষ দলগত ইভেন্টে কাজাখস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্র্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

বাংলাদেশ এর আগে বিশ্বকাপে পদক জয় করেছে, সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এশিয়ান আরচারিতে প্রথমবারের মত পদক পেয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের তীরন্দাজরা।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা ২২৩-২৩৫ স্কোরে ভারতের কাছে পরাজিত হন।

শুক্রবার সকালে মিশ্র দ্বৈতে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।