পদোন্নতির যোগ্যতা মূল্যায়ন কমিটিতে প্রতিনিধি দিলো ঢাকা ওয়াসা

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের(আরপিজিসিএল) কর্মকর্তাদের পদোন্নতির যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে তিনটি পৃথক সিলেকশন কমিটি গঠনে তিনজন প্রতিনিধি দিয়েছে ঢাকা ওয়াসা।

গতকাল ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে তিন কর্মকর্তাকে মনোনয়ন বিষয়ক পত্রে স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তর কুমার রায়কে সুপিরিয়র সিলেকশন কমিটিতে দেয়া হয়েছে। একইভাবে ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তাকে সিনিয়র সিলেকশন কমিটিতে এবং প্রশিক্ষণ কর্মকর্তা জোয়াহের আলী সিদ্দিকীকে জুনিয়র সিলেকশন কমিটিতে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে পাগলা পয়ঃশোধনাগারের আওতাধীন শোধনাগার ও নারিন্দাসহ অন্য পয়ঃলিফট স্টেশনের যন্ত্রপাতি পর্যালোচনা, যাচাই-বাছাইয়ের জন্য ৫ কর্মকর্তার সমন্বয়ে পৃথক একটি কমিটি করে দিয়েছে ঢাকা ওয়াসা।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে পাগলা পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে ঢাকা ওয়াসার পানি ও পয়ঃশোধনাগার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সায়দাবাদ পানি শোধনাগার ফেজ-২-এর মেইনটেনেন্স কো-অর্ডিনেটরকে এবং ঢাকা ওয়াসা পিঅ্যান্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

পদোন্নতির যোগ্যতা মূল্যায়ন কমিটিতে প্রতিনিধি দিলো ঢাকা ওয়াসা

নিজস্ব বার্তা পরিবেশক

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের(আরপিজিসিএল) কর্মকর্তাদের পদোন্নতির যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে তিনটি পৃথক সিলেকশন কমিটি গঠনে তিনজন প্রতিনিধি দিয়েছে ঢাকা ওয়াসা।

গতকাল ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে তিন কর্মকর্তাকে মনোনয়ন বিষয়ক পত্রে স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তর কুমার রায়কে সুপিরিয়র সিলেকশন কমিটিতে দেয়া হয়েছে। একইভাবে ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তাকে সিনিয়র সিলেকশন কমিটিতে এবং প্রশিক্ষণ কর্মকর্তা জোয়াহের আলী সিদ্দিকীকে জুনিয়র সিলেকশন কমিটিতে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে পাগলা পয়ঃশোধনাগারের আওতাধীন শোধনাগার ও নারিন্দাসহ অন্য পয়ঃলিফট স্টেশনের যন্ত্রপাতি পর্যালোচনা, যাচাই-বাছাইয়ের জন্য ৫ কর্মকর্তার সমন্বয়ে পৃথক একটি কমিটি করে দিয়েছে ঢাকা ওয়াসা।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে পাগলা পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে ঢাকা ওয়াসার পানি ও পয়ঃশোধনাগার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সায়দাবাদ পানি শোধনাগার ফেজ-২-এর মেইনটেনেন্স কো-অর্ডিনেটরকে এবং ঢাকা ওয়াসা পিঅ্যান্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।