‘ক্রাইস্টচার্চেও ছেলেরা স্পেশাল কিছু করতে আত্মবিশ্বসি’

ক্রাইস্টচার্চ যুগে যুগে পেসারদের জন্য স্বর্গরাজ্য হয়েছে। সেখানে পেসারদের দাপট একবার চিরস্থায়ী বন্দোবস্তের মতো। অনেকেই শঙ্কা করছেন ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ভোগাবে নিউজিল্যান্ডের পেস চতুষ্টয়। কিন্তু রাসেল ডমিঙ্গোর মতে পিছিয়ে নেই তার পেসাররাও। তারাও উঁচুমানের। নিউজিল্যান্ড পেসাররা যদি ক্রাইস্টচার্চ থেকে সুবিধা পায় তাহলে বাংলাদেশের পেসাররাও পাবে। শুরুতে বোলিং করতে পারলে তারা নিউজিল্যান্ডকে ঘায়েল করতে পারবে বলেও আশাবাদী ডমিঙ্গো। সিরিজের শেষ টেস্টে আজ ভোর ৪টায় (বাংলাদেশ সময়) হ্যাগলি ওভালে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট ড্র করতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের অসামান্য কৃতিত্ব দেখাবে টাইগাররা। প্রথম টেস্টে ৮ উইকেটে স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০৯ ব্যবধানে এগিয়ে রয়েছে মোমিনুল হকের দল।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ ডমিঙ্গো বলেছেন, ‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোন টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এখানকার পিচ আমাদেরও সুবিধা দিবে। আমাদের দলে কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি প্রতিপক্ষের ব্যাটারদের ঘায়েল করতে পারব। কিন্তু তারা এমন কন্ডিশনে বল করার সুযোগ খুব একটা পায় না। লম্বা স্পেলে বল করতে পারে না। উপমহাদেশের কন্ডিশন তাদের পক্ষে থাকে না। সবাই এই ম্যাচে হরের ব্যাপারে তটস্ত ছিল। কারণ, ইতিহাস তাই বলে। আমি জানতাম তাদের জেতার সামর্থ্য আছে।’

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে বিশেষ কিছু করতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোন দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে। ছেলেরা স্পেশাল কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না। ভারসাম্যপূর্ণ একটি দল আছে, যে দল কন্ডিশন মানিয়ে নিয়েছে। ছেলেরা রোমাঞ্চিত।’

নিউজিল্যান্ডের বিপক্ষের জয়ের রেশ এখনও কাটেনি। এই জয় বাংলাদেশের খেলোয়াড়রা বেশ উপভোগ করছেন। জয়ের জন্য শিষ্যদের কৃতিত্ব দিতে ভোলেননি ডমিঙ্গো, ‘ছেলেরা খুব উপভোগ করেছে। কারণ, অতীতে নিউজিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর

নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদেরকে হারাতে হলে অনেক ভালো খেলতে হয়। সব ফরম্যাটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই।’

এদিকে মাউন্ট মঙ্গানুইয়ের সঙ্গে আবহাওয়ার পার্থক্যটা টের পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফাস্ট বোলার তাসকিন আহমেদ, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের (শনিবার) অনুশীলনটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডাটা একটু বেশি, বাতাসটা একটু শক্তিশালী। তবে আজ অনুশীলনে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি। এখন আমরা আশাবাদী।’

আমাদের জন্য সুবিধা থাকবে : সাকিব

গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে সাকিব আল সাকিব বলেছেন, ‘হ্যাগলি ওভালে সবুজ উইকেট হলেও আমাদের জন্য সুবিধা থাকবে। আমাদের যে তিন জন সিমার আছে, তারাও কিন্তু ভালো বোলিং করেছে। এছাড়া মিরাজ অসাধারণ বল করেছে। কিউইরা এটাও মাথায় রাখবে যে, আমাদের বোলারদেরও মোকাবিলা করতে হবে তাদের। তাছাড়া আগের টেস্ট জেতার পর স্বাভাবিকভাবেই আমাদের সবাই অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমি আশা করবো, ওই আত্মবিশ্বাস যেন কাজে লাগে। কাজে লাগতেই হবে ব্যাপারটা তেমন নয়। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

ক্রাইস্টচার্চ টেস্টেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা টসে জিতে বোলিং করবে তারাই এগিয়ে থাকবে বলে মনে করেন সাকিব, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। টসটা জিতে যদি ফিল্ডিং নেয়া যায় তাহলে দলের জন্য সবচেয়ে ভালো হবে। টস না জিতলে হয়তো কাজটা কঠিন হবে। তবে আমার ধারণা, প্রথম টেস্টে জয় থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

‘ক্রাইস্টচার্চেও ছেলেরা স্পেশাল কিছু করতে আত্মবিশ্বসি’

ক্রীড়া বার্তা পরিবেশক

image

রাসেল ডমিঙ্গো

ক্রাইস্টচার্চ যুগে যুগে পেসারদের জন্য স্বর্গরাজ্য হয়েছে। সেখানে পেসারদের দাপট একবার চিরস্থায়ী বন্দোবস্তের মতো। অনেকেই শঙ্কা করছেন ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ভোগাবে নিউজিল্যান্ডের পেস চতুষ্টয়। কিন্তু রাসেল ডমিঙ্গোর মতে পিছিয়ে নেই তার পেসাররাও। তারাও উঁচুমানের। নিউজিল্যান্ড পেসাররা যদি ক্রাইস্টচার্চ থেকে সুবিধা পায় তাহলে বাংলাদেশের পেসাররাও পাবে। শুরুতে বোলিং করতে পারলে তারা নিউজিল্যান্ডকে ঘায়েল করতে পারবে বলেও আশাবাদী ডমিঙ্গো। সিরিজের শেষ টেস্টে আজ ভোর ৪টায় (বাংলাদেশ সময়) হ্যাগলি ওভালে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট ড্র করতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের অসামান্য কৃতিত্ব দেখাবে টাইগাররা। প্রথম টেস্টে ৮ উইকেটে স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০৯ ব্যবধানে এগিয়ে রয়েছে মোমিনুল হকের দল।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ ডমিঙ্গো বলেছেন, ‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোন টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এখানকার পিচ আমাদেরও সুবিধা দিবে। আমাদের দলে কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি প্রতিপক্ষের ব্যাটারদের ঘায়েল করতে পারব। কিন্তু তারা এমন কন্ডিশনে বল করার সুযোগ খুব একটা পায় না। লম্বা স্পেলে বল করতে পারে না। উপমহাদেশের কন্ডিশন তাদের পক্ষে থাকে না। সবাই এই ম্যাচে হরের ব্যাপারে তটস্ত ছিল। কারণ, ইতিহাস তাই বলে। আমি জানতাম তাদের জেতার সামর্থ্য আছে।’

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে বিশেষ কিছু করতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোন দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে। ছেলেরা স্পেশাল কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না। ভারসাম্যপূর্ণ একটি দল আছে, যে দল কন্ডিশন মানিয়ে নিয়েছে। ছেলেরা রোমাঞ্চিত।’

নিউজিল্যান্ডের বিপক্ষের জয়ের রেশ এখনও কাটেনি। এই জয় বাংলাদেশের খেলোয়াড়রা বেশ উপভোগ করছেন। জয়ের জন্য শিষ্যদের কৃতিত্ব দিতে ভোলেননি ডমিঙ্গো, ‘ছেলেরা খুব উপভোগ করেছে। কারণ, অতীতে নিউজিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর

নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদেরকে হারাতে হলে অনেক ভালো খেলতে হয়। সব ফরম্যাটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই।’

এদিকে মাউন্ট মঙ্গানুইয়ের সঙ্গে আবহাওয়ার পার্থক্যটা টের পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফাস্ট বোলার তাসকিন আহমেদ, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের (শনিবার) অনুশীলনটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডাটা একটু বেশি, বাতাসটা একটু শক্তিশালী। তবে আজ অনুশীলনে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি। এখন আমরা আশাবাদী।’

আমাদের জন্য সুবিধা থাকবে : সাকিব

গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে সাকিব আল সাকিব বলেছেন, ‘হ্যাগলি ওভালে সবুজ উইকেট হলেও আমাদের জন্য সুবিধা থাকবে। আমাদের যে তিন জন সিমার আছে, তারাও কিন্তু ভালো বোলিং করেছে। এছাড়া মিরাজ অসাধারণ বল করেছে। কিউইরা এটাও মাথায় রাখবে যে, আমাদের বোলারদেরও মোকাবিলা করতে হবে তাদের। তাছাড়া আগের টেস্ট জেতার পর স্বাভাবিকভাবেই আমাদের সবাই অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমি আশা করবো, ওই আত্মবিশ্বাস যেন কাজে লাগে। কাজে লাগতেই হবে ব্যাপারটা তেমন নয়। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

ক্রাইস্টচার্চ টেস্টেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা টসে জিতে বোলিং করবে তারাই এগিয়ে থাকবে বলে মনে করেন সাকিব, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। টসটা জিতে যদি ফিল্ডিং নেয়া যায় তাহলে দলের জন্য সবচেয়ে ভালো হবে। টস না জিতলে হয়তো কাজটা কঠিন হবে। তবে আমার ধারণা, প্রথম টেস্টে জয় থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’