সালিশে ২ যুবককে ন্যাড়া ৩ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে এক তুচ্ছ ঘটনায় দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাত্রা দেয়া হয়েছে। শালিশ বৈঠকে ওই দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাত্রা দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যসহ তিন জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মো. তুহিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামীরা হচ্ছে, ইউপি সদস্য আবু সায়েম গাজী, মো. হাদি হাওলাদার, ও মো. হজরত হাওলাদার। তাদের সকলের বাড়ি চর বিশ্বাস ইউনিয়নের ৮নং চর আগস্তি গামে। মামলায় উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বিকেল ৫টায় চরবাংলার গ্রামের মো. আয়ূব মাতুব্বরের বিয়েতে মামলার বাদী মো, তুহিন (১৮), ও ১নং স্বাক্ষি মো. কালু মিয়া (২১) বড়যাত্রি হয়ে চর মহিউদ্দিন আবাসনে যায়। সেখানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরু সরদারের ঘরের সামনে এক শালিশ বৈঠক ডাকে স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম গাজী। সেখানে বিয়েতে আসা বড়যাত্রি মো, তুহিন ও মো. কালু মিয়া নামের ওই দুই যুবককে শাররীক নির্যাতনসহ মাথা ন্যাড়া করে তাদের দুজনের মাথায় আলকাত্রা ঢেলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে। এ ঘটনার পর আসামীদের প্রভাবে গলাচিপা থানায় মামলা না করতে পেরে অবশেষে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মো. তুহিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। প্রতিনিধি, পটুয়াখালী

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ জিলকদ ১৪৪৩

সালিশে ২ যুবককে ন্যাড়া ৩ জনের বিরুদ্ধে মামলা

image

পটুয়াখালী গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে এক তুচ্ছ ঘটনায় দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাত্রা দেয়া হয়েছে। শালিশ বৈঠকে ওই দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাত্রা দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যসহ তিন জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মো. তুহিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামীরা হচ্ছে, ইউপি সদস্য আবু সায়েম গাজী, মো. হাদি হাওলাদার, ও মো. হজরত হাওলাদার। তাদের সকলের বাড়ি চর বিশ্বাস ইউনিয়নের ৮নং চর আগস্তি গামে। মামলায় উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বিকেল ৫টায় চরবাংলার গ্রামের মো. আয়ূব মাতুব্বরের বিয়েতে মামলার বাদী মো, তুহিন (১৮), ও ১নং স্বাক্ষি মো. কালু মিয়া (২১) বড়যাত্রি হয়ে চর মহিউদ্দিন আবাসনে যায়। সেখানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরু সরদারের ঘরের সামনে এক শালিশ বৈঠক ডাকে স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম গাজী। সেখানে বিয়েতে আসা বড়যাত্রি মো, তুহিন ও মো. কালু মিয়া নামের ওই দুই যুবককে শাররীক নির্যাতনসহ মাথা ন্যাড়া করে তাদের দুজনের মাথায় আলকাত্রা ঢেলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে। এ ঘটনার পর আসামীদের প্রভাবে গলাচিপা থানায় মামলা না করতে পেরে অবশেষে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মো. তুহিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। প্রতিনিধি, পটুয়াখালী