শেষ হলো করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’

২০২১ সালের নভেম্বর মাসে শুরু হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত দেশের প্রথম করপোরেট ব্যান্ড-সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’-এর গ্র্যান্ড ফিনালে। সম্প্রতি ঢাকায় এটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের প্রথম আসরের বিজয়ী হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। রানারআপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; এবং দ্বিতীয় রানারআপ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। অসংখ্য প্রতিযোগীদের মধ্যে ফাইনালিস্ট ছিল বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। যেখানে ব্যান্ডগুলি দেশপ্রেম এবং পদ্মা সেতুর উদ্বোধন দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষকে চেতনায় ধারণ করে বিভিন্ন গান পরিবেশন করে। প্রতিযোগীদের অসাধারণ পারফর্ম্যান্সের জন্য আরও কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যাদের মধ্যে সেরা বেজিস্ট হিসেবে তাহমিদ তিশাদ খান (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ), সেরা ড্রামার/বিটবক্সার মুনতাসির মাইনুদ্দিন (রবি আজিয়াটা লিমিটেড), সেরা গিটারিস্ট শাফাত মৃধা (ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড), সেরা কী-বোর্ডিস্ট (গ্রেস পি সেনগুপ্ত, ব্র্যাক), সেরা লিরিসিস্ট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর পক্ষে তাহমিদ তিশাদ খান এবং সাইফ সোহান, সেরা ভোকালিস্ট হিসেবে খাদিজাতুল কোবরা শ্রাবণী (ব্র্যাক) অ্যাওয়ার্ড পেয়েছেন। বিচারক হিসেবে প্যানেলে ছিলেন- দেশের সংগীতাঙ্গনের ৩ কিংবদন্তি শিল্পীÑ বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া এবং নকীব খান। এছাড়াও অতিথিদের মধ্যে কর্পোরেট জগতের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগতদের জন্য বিশেষ চমক হিসেবে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর পারফর্ম্যান্স, যেখানে গান করেন ব্যান্ডের প্রাক্তন লিড ভোকালিস্ট সঞ্জয় কামরান রহমান। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘দেশের বিকাশ ও সমৃদ্ধির ৫০ বছর উদযাপনকালে কর্পোরেট জগতের এমন প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

শেষ হলো করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’

বিনোদন প্রতিবেদক

image

২০২১ সালের নভেম্বর মাসে শুরু হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত দেশের প্রথম করপোরেট ব্যান্ড-সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’-এর গ্র্যান্ড ফিনালে। সম্প্রতি ঢাকায় এটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের প্রথম আসরের বিজয়ী হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। রানারআপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; এবং দ্বিতীয় রানারআপ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। অসংখ্য প্রতিযোগীদের মধ্যে ফাইনালিস্ট ছিল বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। যেখানে ব্যান্ডগুলি দেশপ্রেম এবং পদ্মা সেতুর উদ্বোধন দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষকে চেতনায় ধারণ করে বিভিন্ন গান পরিবেশন করে। প্রতিযোগীদের অসাধারণ পারফর্ম্যান্সের জন্য আরও কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যাদের মধ্যে সেরা বেজিস্ট হিসেবে তাহমিদ তিশাদ খান (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ), সেরা ড্রামার/বিটবক্সার মুনতাসির মাইনুদ্দিন (রবি আজিয়াটা লিমিটেড), সেরা গিটারিস্ট শাফাত মৃধা (ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড), সেরা কী-বোর্ডিস্ট (গ্রেস পি সেনগুপ্ত, ব্র্যাক), সেরা লিরিসিস্ট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর পক্ষে তাহমিদ তিশাদ খান এবং সাইফ সোহান, সেরা ভোকালিস্ট হিসেবে খাদিজাতুল কোবরা শ্রাবণী (ব্র্যাক) অ্যাওয়ার্ড পেয়েছেন। বিচারক হিসেবে প্যানেলে ছিলেন- দেশের সংগীতাঙ্গনের ৩ কিংবদন্তি শিল্পীÑ বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া এবং নকীব খান। এছাড়াও অতিথিদের মধ্যে কর্পোরেট জগতের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগতদের জন্য বিশেষ চমক হিসেবে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর পারফর্ম্যান্স, যেখানে গান করেন ব্যান্ডের প্রাক্তন লিড ভোকালিস্ট সঞ্জয় কামরান রহমান। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘দেশের বিকাশ ও সমৃদ্ধির ৫০ বছর উদযাপনকালে কর্পোরেট জগতের এমন প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’