জমি বিবাদে বাড়িতে হামলা : আহত ১

জমি সংক্রান্ত ঘটনার জেরধরে রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কমড়পাড়াগ্রামে মারপিটের ঘটনা ঘটেছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ইকরচালী ইউনিয়নের ইকরচালী কমড়পাড়া গ্রামের স্থানীয়বাসিন্দা মৃত কালু মামুদের ছেলে হুজুর আলীর হুকুমে একদল দূর্বৃত্ত লাঠি শোটা, লোহার রড, দা, কুড়াল, ছোরা হাতে নিয়ে গত রোববার ভোররাতে পাশের বাড়ির মৃত তছিমুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদের বসত বাড়িতে হামলা চালিয়ে প্রায় লাক টাকার মালামাল লুটপাট করে। ওই সময় আবুল কালামের ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ছোরা দিয়ে সজোরে আঘাত করলে আবুল কালামের ডান হাতের কনুর নিচে আঘাতপ্রাপ্ত স্থানে গুরুতর জখম হয়। এমন্ত অবস্থায় এলাকাবাসী আবুল কালামকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালামের স্ত্রী আরজিনা বেগম সাংবাদিকদের জানান, গত রোববার ভোররাতে হুজুর আলীর হুকুমে তহির উদ্দিনসহ আরও কয়েকজন হাতে লাটি সোটা, লোহার রড, দাঁ, কুড়াল ছোড়াসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে কয়েক লাকটাকার মালামাল লুট করে আমার স্বামীকে মারপিটে আহত করে।

বর্তমান আমার স্বামী আবুল কালামের হাতে ১২টা শেলাই সহ অশংক আঘাত প্রাপ্ত জখমি অবস্থায় তারাগঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত হুজুর আলী সাংবাদিকদের জানান, জমি নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ চলে আসছে। ওই ঘটনার জেরধরে মামলা করে হয়রানির চেষ্টা করছে। ওই ইউনিয়ন কৃষকলীগ নেতা তিন বারের সফল ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, অভিযুক্তগণরা প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক বটে। তারা প্রায় সময় এলাকার সাধারণ মানুষজনের সাথে ঝগরাবিবাদ করে নিরীহ মানুষদের হয়রানী করে আসছে।

বিধায় এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি করছে।

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ২২ আষাড় ১৪২৮ ২৬ জিলহজ ১৪৪৩

জমি বিবাদে বাড়িতে হামলা : আহত ১

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

জমি সংক্রান্ত ঘটনার জেরধরে রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কমড়পাড়াগ্রামে মারপিটের ঘটনা ঘটেছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ইকরচালী ইউনিয়নের ইকরচালী কমড়পাড়া গ্রামের স্থানীয়বাসিন্দা মৃত কালু মামুদের ছেলে হুজুর আলীর হুকুমে একদল দূর্বৃত্ত লাঠি শোটা, লোহার রড, দা, কুড়াল, ছোরা হাতে নিয়ে গত রোববার ভোররাতে পাশের বাড়ির মৃত তছিমুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদের বসত বাড়িতে হামলা চালিয়ে প্রায় লাক টাকার মালামাল লুটপাট করে। ওই সময় আবুল কালামের ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ছোরা দিয়ে সজোরে আঘাত করলে আবুল কালামের ডান হাতের কনুর নিচে আঘাতপ্রাপ্ত স্থানে গুরুতর জখম হয়। এমন্ত অবস্থায় এলাকাবাসী আবুল কালামকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালামের স্ত্রী আরজিনা বেগম সাংবাদিকদের জানান, গত রোববার ভোররাতে হুজুর আলীর হুকুমে তহির উদ্দিনসহ আরও কয়েকজন হাতে লাটি সোটা, লোহার রড, দাঁ, কুড়াল ছোড়াসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে কয়েক লাকটাকার মালামাল লুট করে আমার স্বামীকে মারপিটে আহত করে।

বর্তমান আমার স্বামী আবুল কালামের হাতে ১২টা শেলাই সহ অশংক আঘাত প্রাপ্ত জখমি অবস্থায় তারাগঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত হুজুর আলী সাংবাদিকদের জানান, জমি নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ চলে আসছে। ওই ঘটনার জেরধরে মামলা করে হয়রানির চেষ্টা করছে। ওই ইউনিয়ন কৃষকলীগ নেতা তিন বারের সফল ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, অভিযুক্তগণরা প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক বটে। তারা প্রায় সময় এলাকার সাধারণ মানুষজনের সাথে ঝগরাবিবাদ করে নিরীহ মানুষদের হয়রানী করে আসছে।

বিধায় এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি করছে।