বিপ্লবী উল্লাসকর’র জন্মভিটা রক্ষায় সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের দত্তপাড়ায় বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা রক্ষায় মাঠে নেমেছেন সংস্কৃতিকর্মীরা। ঐতিহ্যবাহী ওই বাড়িকে পেছনে ফেলে সামনে নতুন ভবন উঠতে থাকায় এই বাড়ির সৌন্দর্য্য বিলীন হওয়ার আশঙ্কায় সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাড়িটিকে প্রতœতাত্ত্বিক স্থাপনার আওতায় নিয়ে আসার জন্য সম্প্রতি তারা একটি মানববন্ধনের আয়োজন করেন। উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা এবং ব্রাক্ষণবাড়িয়া সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, উদীচীর জেলা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাউল শিল্পী মাহফুজা খানম, মোজাম্মেল হক, আবুল কাসেম ও মোঃ শাহীনূর।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৮৫ সালের ১৬ এপ্রিল কালীকচ্ছের দত্তপাড়ার এই বাড়িতে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম।

কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদুর রহমানের পরিবার থাকেন এ বাড়িটিতে। তাদের দাবি, ক্রয় সূত্রে তারা এই বাড়ির মালিক। নিজেদের প্রয়োজনে পুরাতন ভবনের সামনে নতুন একটি ভবন নির্মাণ করছেন তারা। বাড়িটি রক্ষায় সরকার কিংবা কেউ এগিয়ে এলে বিষয়টি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আহমেদুর রহমান।

এ ব্যাপারে উদীচীর জেলা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন বলেন, উল্লাসকর দত্তের বাড়ি মানে এটা ইতিহাসের সঙ্গে জড়িত। একজন বিপ্লবী মানুষের পাশাপাশি বাড়িটি শত বছরের ঐতিহ্য। বিধায় সরকার ইচ্ছা করলে এটিকে প্রতœতাত্ত্বিক স্থাপনার আওতায় নিয়ে এসে সংরক্ষণ করতে পারে। আমরা চাই উল্লাসকরের স্মৃতি সংরক্ষিত হোক। আমরা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাব।

রবিবার, ২০ নভেম্বর ২০২২ , ০৫ অগ্রহায়ণ ১৪২৯, ২৪ রবিউস সানি ১৪৪৪

বিপ্লবী উল্লাসকর’র জন্মভিটা রক্ষায় সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, ব্রাক্ষণবাড়িয়া

image

ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের দত্তপাড়ায় বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা রক্ষায় মাঠে নেমেছেন সংস্কৃতিকর্মীরা। ঐতিহ্যবাহী ওই বাড়িকে পেছনে ফেলে সামনে নতুন ভবন উঠতে থাকায় এই বাড়ির সৌন্দর্য্য বিলীন হওয়ার আশঙ্কায় সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাড়িটিকে প্রতœতাত্ত্বিক স্থাপনার আওতায় নিয়ে আসার জন্য সম্প্রতি তারা একটি মানববন্ধনের আয়োজন করেন। উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা এবং ব্রাক্ষণবাড়িয়া সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, উদীচীর জেলা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাউল শিল্পী মাহফুজা খানম, মোজাম্মেল হক, আবুল কাসেম ও মোঃ শাহীনূর।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৮৫ সালের ১৬ এপ্রিল কালীকচ্ছের দত্তপাড়ার এই বাড়িতে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম।

কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদুর রহমানের পরিবার থাকেন এ বাড়িটিতে। তাদের দাবি, ক্রয় সূত্রে তারা এই বাড়ির মালিক। নিজেদের প্রয়োজনে পুরাতন ভবনের সামনে নতুন একটি ভবন নির্মাণ করছেন তারা। বাড়িটি রক্ষায় সরকার কিংবা কেউ এগিয়ে এলে বিষয়টি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আহমেদুর রহমান।

এ ব্যাপারে উদীচীর জেলা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন বলেন, উল্লাসকর দত্তের বাড়ি মানে এটা ইতিহাসের সঙ্গে জড়িত। একজন বিপ্লবী মানুষের পাশাপাশি বাড়িটি শত বছরের ঐতিহ্য। বিধায় সরকার ইচ্ছা করলে এটিকে প্রতœতাত্ত্বিক স্থাপনার আওতায় নিয়ে এসে সংরক্ষণ করতে পারে। আমরা চাই উল্লাসকরের স্মৃতি সংরক্ষিত হোক। আমরা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাব।