প্রকাশিত হলো লাভলী দেবের ‘তোমায় যেন পাই’

সিলেটের মেয়ে লাভলী দেবের নুন মৌলিক গান ‘তোমায় যেন পাই’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। সংগীতায়োজন করেছেন মুনশী জুয়েল। এরইমধ্যে গানটি লাভলী দেব তার নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। গানটি প্রসঙ্গে লাভলী দেব বলেন,‘ তোমায় যেন পাই- গানটি আমার খুবই পছন্দের একটি মৌলিক গান। ইউটিউবে কত ভিউয়ার হবে বা হতে পারে সেটা মাথায় না রেখে, আমি, গীতিকার-সুরকার এবং সংগীতায়োজক নিজ দায়িত্বে গানের কাজ শুরু করেছিলাম। বছর শেষে আমরা তিনজনই এই গান নিয়ে খুশি ছিলাম। বছরের শুরুতে শ্রোতাদের জন্যই এই গান উপহার দিলাম।

আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ মূলত লাভলী দেব একজন ফোক গানের শিল্পী। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী। হবিগঞ্জের অগ্রণী হাইস্কুল ও শ্রীমঙ্গলের সরকারি কলেজে তিনি পড়াশোনা করেছেন।

এর আগে লাভলীর ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল খোয়াজ মিয়া। এছাড়াও জি-সিরিজ থেকে প্রকাশিত হয় তার ‘কি মায়া’ গানটি। গানটি লিখেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সুর-সংগীত করেছেন এ এইচ জীবন।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

প্রকাশিত হলো লাভলী দেবের ‘তোমায় যেন পাই’

বিনোদন প্রতিবেদক

image

সিলেটের মেয়ে লাভলী দেবের নুন মৌলিক গান ‘তোমায় যেন পাই’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। সংগীতায়োজন করেছেন মুনশী জুয়েল। এরইমধ্যে গানটি লাভলী দেব তার নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। গানটি প্রসঙ্গে লাভলী দেব বলেন,‘ তোমায় যেন পাই- গানটি আমার খুবই পছন্দের একটি মৌলিক গান। ইউটিউবে কত ভিউয়ার হবে বা হতে পারে সেটা মাথায় না রেখে, আমি, গীতিকার-সুরকার এবং সংগীতায়োজক নিজ দায়িত্বে গানের কাজ শুরু করেছিলাম। বছর শেষে আমরা তিনজনই এই গান নিয়ে খুশি ছিলাম। বছরের শুরুতে শ্রোতাদের জন্যই এই গান উপহার দিলাম।

আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ মূলত লাভলী দেব একজন ফোক গানের শিল্পী। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী। হবিগঞ্জের অগ্রণী হাইস্কুল ও শ্রীমঙ্গলের সরকারি কলেজে তিনি পড়াশোনা করেছেন।

এর আগে লাভলীর ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল খোয়াজ মিয়া। এছাড়াও জি-সিরিজ থেকে প্রকাশিত হয় তার ‘কি মায়া’ গানটি। গানটি লিখেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সুর-সংগীত করেছেন এ এইচ জীবন।