সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে বাউল শিল্পী শরিয়ত সরকার এর বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ায় তার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ বাউল সমিতির সখীপুর উপজেলা শাখার আয়োজনে এ মানব বন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বাউল সমিতির সভাপতি বাউল এম এ হানিফ সরকার, সহ-সভাপতি ফকির বাতেন সরকার, শওকত সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সরকার, স্বপ্না সরকার প্রমুখ। এছাড়াও মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বাউল শিল্পী ও বাউল গানের ভক্তবৃন্দ।

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহ’র বাৎসরিক মিলনমেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার আল্লাহ, নবী-রাসূল, পবিত্র কোরআন, আলেম-উলামাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন । পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে উক্ত বিষয়ে অভিযোগে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত রোববার শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর
শেখ হাসিনা সেতুতে দুই বছরেই ঢালাই উঠে গর্ত ! দুর্ঘটনার আশঙ্কা
ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১
১৪ বছর পর মামলার রায়
নোয়াখালীতে নকল বৈদ্যুতিক তার বিক্রি : দণ্ডিত ৪
টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর
নিজ জেলায় অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র স্মৃতি স্থাপনাগুলো
বিকাশে প্রতারণা ২৪ হাজার হারিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
ফাতরার বনাঞ্চলে বিলুপ্তপ্রায় জন্তু দেখতে পর্যটকদের ভিড়
মধুপুরে আকাশি গ্রন্থাগার বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদান
ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল
ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে বাউল শিল্পী শরিয়ত সরকার এর বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ায় তার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ বাউল সমিতির সখীপুর উপজেলা শাখার আয়োজনে এ মানব বন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বাউল সমিতির সভাপতি বাউল এম এ হানিফ সরকার, সহ-সভাপতি ফকির বাতেন সরকার, শওকত সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সরকার, স্বপ্না সরকার প্রমুখ। এছাড়াও মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বাউল শিল্পী ও বাউল গানের ভক্তবৃন্দ।

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহ’র বাৎসরিক মিলনমেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার আল্লাহ, নবী-রাসূল, পবিত্র কোরআন, আলেম-উলামাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন । পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে উক্ত বিষয়ে অভিযোগে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত রোববার শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।