করোনাভাইরাস চিকিৎসায় সফলতার দাবি থাই চিকিৎসকদের

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাস চিকিৎসায় সাফল্য পেয়েছেন থাইল্যান্ডের চিকিৎসকরা। ফ্লু এবং এইচআইভি ভাইরাসের ওষুধের মিশ্রণ করোনা ব্যবহার করে প্রাথমিক সাফল্য পেয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা এই দাবি করেছেন। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়লেও থাইল্যান্ডে এখনও পর্যন্ত ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আর বাকি ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজাভিথি হাসপাতালের চিকিৎসকদের দাবি, কয়েক জন রোগীর ওপর নতুন পদ্ধতি প্রয়োগ করে তাদের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন তারা। এদের মধ্যে উহান শহর থেকে আসা ৭০ বছর বয়সী এক চীনা নারীও রয়েছেন। ১০ দিন আগে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিনি। রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ক্রিয়াঙ্কসা আতিপরনাচি জানান, এই পদ্ধতিতে রোগী আরওগ্য লাভ করেনি, তবে তাদের অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ১০ দিন আমাদের তত্ত্বাবধানে থাকার পর নতুন পদ্ধতি প্রয়োগের ৪৮ ঘণ্টার মধ্যে এক রোগীর দেহে আর করোনাভাইরাস পাওয়া যায়নি। তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা ভালো মনে হচ্ছে, তবে এটাই মানসম্পন্ন চিকিৎসা কিনা তা নির্ধারণে আমাদের আরও গবেষণা করতে হবে।’ আরেক চিকিৎসক বলেন, ‘একই ধরনের চিকিৎসা অন্য দুই রোগীর ওপর প্রয়োগের পর একজনের ক্ষেত্রে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে। তবে অপর রোগীর অবস্থার উন্নতি হয়েছে।’

থাই মেডিকেল সার্ভিস বিভাগের মহাপরিচালক সোমস্যাক আকসলিম বলেন, ৭০ বছর বয়সী নারীর চিকিৎসা সফলতা নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠকে বসবে মন্ত্রণালয়। তবে সব রোগীর ওপর এই চিকিৎসা প্রয়োগ করা হবে কিনা তা এখনও নির্ধারণের সময় হয়নি। প্রাথমিকভাবে মারাত্মক আক্রান্ত রোগীদের ওপর এটি প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

করোনা ভাইরাসের চিকিৎসায় এইচআইভি ও ফ্লু ভাইরাসের ওষুধ ব্যবহারের পক্ষে আগে থেকেই মতামত দিয়ে আসছেন চীনা কর্মকর্তারা। তবে থাই চিকিৎসকেরা বলছেন, তিনটি ওষুধের মিশ্রণ ব্যবহার করে চিকিৎসায় বেশি সফলতা পেয়েছেন তারা। থাইল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তা সোমস্যাক আকসলিম বলেন, আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করছি, তবে আমাদের চিকিৎসকেরা একটি ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে সফলতা পেয়েছেন।

image
আরও খবর
কোন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি
করোনাভাইরাস রোধ করতে হবেই প্রধানমন্ত্রী
ভুল প্রশ্নপত্র সরবরাহসহ নানা জটিলতা
সরকারিভাবে আর কাউকে আনা হবে না স্বাস্থ্যমন্ত্রী
উহান থেকে ৩১২ বাংলাদেশিকে আনতে ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা
অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
গ্যাটকো দুর্নীতি খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ
গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব
জামানত হারাবেন ৯ মেয়র প্রার্থী
বহিষ্কৃতদের নাম প্রকাশের আল্টিমেটাম
এখন থেকে বিদেশ যেতে সঙ্গে নেয়া যাবে ১০ হাজার ডলার
বিআরটিসির বাস বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি
আ-মরি বাংলা ভাষা
ক্ষণগণনা : আর ৪১ দিন

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২০ , ২১ মাঘ ১৪২৬, ৯ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস চিকিৎসায় সফলতার দাবি থাই চিকিৎসকদের

সংবাদ ডেস্ক |

image

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাস চিকিৎসায় সাফল্য পেয়েছেন থাইল্যান্ডের চিকিৎসকরা। ফ্লু এবং এইচআইভি ভাইরাসের ওষুধের মিশ্রণ করোনা ব্যবহার করে প্রাথমিক সাফল্য পেয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা এই দাবি করেছেন। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়লেও থাইল্যান্ডে এখনও পর্যন্ত ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আর বাকি ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজাভিথি হাসপাতালের চিকিৎসকদের দাবি, কয়েক জন রোগীর ওপর নতুন পদ্ধতি প্রয়োগ করে তাদের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন তারা। এদের মধ্যে উহান শহর থেকে আসা ৭০ বছর বয়সী এক চীনা নারীও রয়েছেন। ১০ দিন আগে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিনি। রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ক্রিয়াঙ্কসা আতিপরনাচি জানান, এই পদ্ধতিতে রোগী আরওগ্য লাভ করেনি, তবে তাদের অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ১০ দিন আমাদের তত্ত্বাবধানে থাকার পর নতুন পদ্ধতি প্রয়োগের ৪৮ ঘণ্টার মধ্যে এক রোগীর দেহে আর করোনাভাইরাস পাওয়া যায়নি। তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা ভালো মনে হচ্ছে, তবে এটাই মানসম্পন্ন চিকিৎসা কিনা তা নির্ধারণে আমাদের আরও গবেষণা করতে হবে।’ আরেক চিকিৎসক বলেন, ‘একই ধরনের চিকিৎসা অন্য দুই রোগীর ওপর প্রয়োগের পর একজনের ক্ষেত্রে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে। তবে অপর রোগীর অবস্থার উন্নতি হয়েছে।’

থাই মেডিকেল সার্ভিস বিভাগের মহাপরিচালক সোমস্যাক আকসলিম বলেন, ৭০ বছর বয়সী নারীর চিকিৎসা সফলতা নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠকে বসবে মন্ত্রণালয়। তবে সব রোগীর ওপর এই চিকিৎসা প্রয়োগ করা হবে কিনা তা এখনও নির্ধারণের সময় হয়নি। প্রাথমিকভাবে মারাত্মক আক্রান্ত রোগীদের ওপর এটি প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

করোনা ভাইরাসের চিকিৎসায় এইচআইভি ও ফ্লু ভাইরাসের ওষুধ ব্যবহারের পক্ষে আগে থেকেই মতামত দিয়ে আসছেন চীনা কর্মকর্তারা। তবে থাই চিকিৎসকেরা বলছেন, তিনটি ওষুধের মিশ্রণ ব্যবহার করে চিকিৎসায় বেশি সফলতা পেয়েছেন তারা। থাইল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তা সোমস্যাক আকসলিম বলেন, আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করছি, তবে আমাদের চিকিৎসকেরা একটি ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে সফলতা পেয়েছেন।