ঢাকা-১০সহ তিনটি আসনে উপনির্বাচন ২১ মার্চ

জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ৬০তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এই তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মো. আলমগীর জানান, তিনটি আসনেই মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ, আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ। সচিব বলেন, তিনটি আসনের উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেয়া হবে না।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার (৬৭) মারা যান। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন (৮৫) মারা যান ৯ জানুয়ারি। তাদের মৃত্যুতে দুটি আসন শূন্য হয়।

এছাড়া, গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে এ আসনটিও শূন্য ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি ভোটে তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী, সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ১৬ ফেব্রুয়ারি

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর আরও জানান, চট্টগ্রাম সিটি নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইভিএমে ভোট হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকার দুই সিটির সঙ্গে নির্বাচন হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পর্ষদের দায়িত্ব পালন পরে শুরু হয়েছিল। সেজন্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ১৮০ দিন গণনা শুরু হবে। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে। এদিকে গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটিতে ভোট হয়েছে।

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২০ , ২৪ মাঘ ১৪২৬, ১২ জমাদিউল সানি ১৪৪১

ঢাকা-১০সহ তিনটি আসনে উপনির্বাচন ২১ মার্চ

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ৬০তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এই তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মো. আলমগীর জানান, তিনটি আসনেই মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ, আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ। সচিব বলেন, তিনটি আসনের উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেয়া হবে না।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার (৬৭) মারা যান। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন (৮৫) মারা যান ৯ জানুয়ারি। তাদের মৃত্যুতে দুটি আসন শূন্য হয়।

এছাড়া, গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে এ আসনটিও শূন্য ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি ভোটে তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী, সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ১৬ ফেব্রুয়ারি

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর আরও জানান, চট্টগ্রাম সিটি নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইভিএমে ভোট হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকার দুই সিটির সঙ্গে নির্বাচন হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পর্ষদের দায়িত্ব পালন পরে শুরু হয়েছিল। সেজন্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ১৮০ দিন গণনা শুরু হবে। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে। এদিকে গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটিতে ভোট হয়েছে।