৪৭ সাংগঠনিক জেলায় সম্মেলনের উদ্যোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন শুরুর আগেই তৃণমূল গোছানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ৪৭টি সাংগঠনিক জেলায় সম্মেলনের (কাউন্সিল) উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এর আগেই এসব জেলায় সম্মেলন করে নতুন কমিটির হাতে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচি পালনের দায়িত্ব দেয়া হবে।

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর। জাতীয় কাউন্সিলের আগে সাংগঠনিক ৭৮টি জেলার মধ্যে (২টি জেলা কমিটির মেয়াদ ছিল) ২৯টি জেলায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছিল। এখনও ৪৭টি সাংগঠনিক জেলা চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এছাড়া অনেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডেও সম্মেলন হয়নি। ফলে সাংগঠনিকভাবে অনেকটা অগোছালো অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি বেশ ভালোভাবেই টের পেয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, ২১তম কাউন্সিলে অংশ নেয়া বেশিরভাগ জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সম্মেলনের বক্তব্যে বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই এসব জেলায় সম্মেলন করা হবে। সূত্র বলছে, সম্প্রতি দলীয় প্রধান দ্রুততার সঙ্গে তৃণমূলে সংগঠন গোছানোর তাগিদ দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি সাংবাদিকদের বলেন, অসমাপ্ত জেলা সম্মেলনগুলো দ্রুতই করা হবে। তবে জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে। আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ আগামী ৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোর মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটগুলোর সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়ে তৃণমূল পর্যায়ে চিঠি দিয়েছে। সূত্র জানায়, গত মঙ্গলবার কেন্দ্র থেকে ওই চিঠি দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের কাছে পাঠানো হয়। চিঠিতে যেসব সাংগঠনিক জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সেসব জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়।

যে সব সাংগঠনিক জেলায় সম্মেলন হয়নি, দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সেসব জেলায় সম্মেলন শেষ করতে বলা হয়। চিঠিতে ‘মুজিববর্ষ’ উদযাপনের জন্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি হাতে নেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া, সারাদেশে ‘সদস্য সংগ্রহ অভিযান’ জোরদার করতে আগামী ১ মার্চ থেকে দলের কেন্দ্রীয় দফতর থেকে সদস্য সংগ্রহ বই, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করার কথাও বলা হয়।

কোটালীপাড়ায় সম্মেলন আজ : স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রমতে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে সম্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গোটা উপজেলা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। কেউ পদ পেতে আবার কেউ পদ ধরে রাখতে গণভবনসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।

নগর আ’লীগ ও সহযোগীদের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে : আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, ঢাকা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার উৎসবের কারণে মহানগররের যেসব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ছিল, তা আবার চালু হচ্ছে। জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেষ হাসিনা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার এবং স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অন্যসব সহযোগী সংগঠনগুলোকেও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ৬, ৯, ১৬, ২৩ ও ২৯ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনগুলোকে সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কৃষকলীগ, শ্রমিকলীগ ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটির খসড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। স্বেচ্ছাসেবক লীগও খড়সা প্রস্তুত করেছে। যুবলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করলেও কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়নি।

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ , ২৯ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল সানি ১৪৪১

মুজিববর্ষ উদযাপনে

৪৭ সাংগঠনিক জেলায় সম্মেলনের উদ্যোগ

ফয়েজ আহমেদ তুষার |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন শুরুর আগেই তৃণমূল গোছানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ৪৭টি সাংগঠনিক জেলায় সম্মেলনের (কাউন্সিল) উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এর আগেই এসব জেলায় সম্মেলন করে নতুন কমিটির হাতে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচি পালনের দায়িত্ব দেয়া হবে।

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর। জাতীয় কাউন্সিলের আগে সাংগঠনিক ৭৮টি জেলার মধ্যে (২টি জেলা কমিটির মেয়াদ ছিল) ২৯টি জেলায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছিল। এখনও ৪৭টি সাংগঠনিক জেলা চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এছাড়া অনেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডেও সম্মেলন হয়নি। ফলে সাংগঠনিকভাবে অনেকটা অগোছালো অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি বেশ ভালোভাবেই টের পেয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, ২১তম কাউন্সিলে অংশ নেয়া বেশিরভাগ জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সম্মেলনের বক্তব্যে বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই এসব জেলায় সম্মেলন করা হবে। সূত্র বলছে, সম্প্রতি দলীয় প্রধান দ্রুততার সঙ্গে তৃণমূলে সংগঠন গোছানোর তাগিদ দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি সাংবাদিকদের বলেন, অসমাপ্ত জেলা সম্মেলনগুলো দ্রুতই করা হবে। তবে জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে। আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ আগামী ৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোর মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটগুলোর সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়ে তৃণমূল পর্যায়ে চিঠি দিয়েছে। সূত্র জানায়, গত মঙ্গলবার কেন্দ্র থেকে ওই চিঠি দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের কাছে পাঠানো হয়। চিঠিতে যেসব সাংগঠনিক জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সেসব জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়।

যে সব সাংগঠনিক জেলায় সম্মেলন হয়নি, দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সেসব জেলায় সম্মেলন শেষ করতে বলা হয়। চিঠিতে ‘মুজিববর্ষ’ উদযাপনের জন্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি হাতে নেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া, সারাদেশে ‘সদস্য সংগ্রহ অভিযান’ জোরদার করতে আগামী ১ মার্চ থেকে দলের কেন্দ্রীয় দফতর থেকে সদস্য সংগ্রহ বই, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করার কথাও বলা হয়।

কোটালীপাড়ায় সম্মেলন আজ : স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রমতে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে সম্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গোটা উপজেলা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। কেউ পদ পেতে আবার কেউ পদ ধরে রাখতে গণভবনসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।

নগর আ’লীগ ও সহযোগীদের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে : আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, ঢাকা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার উৎসবের কারণে মহানগররের যেসব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ছিল, তা আবার চালু হচ্ছে। জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেষ হাসিনা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার এবং স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অন্যসব সহযোগী সংগঠনগুলোকেও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ৬, ৯, ১৬, ২৩ ও ২৯ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনগুলোকে সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কৃষকলীগ, শ্রমিকলীগ ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটির খসড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। স্বেচ্ছাসেবক লীগও খড়সা প্রস্তুত করেছে। যুবলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করলেও কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়নি।