গাজীপুরে

পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন

জাতিসত্তার মূল চালিকাশক্তি মুক্তিযুদ্ধের চেতনা : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের জাতিসত্তার মূল চালিকাশক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

তিনি গতকাল গাজীপুর পুলিশ লাইনসের সামনে স্থাপিত ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ সময় হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি ও ডিআইজিরা সংযুক্ত থাকেন।

গাজীপুর অংশে অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন নাহার সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

আইজিপি আরও বলেন, ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুততালে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। এর মাঝখানে মূল বেদিতে সবার উপরে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিচে দুই সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দুই পার্শ্বে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ’৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৬-এর ভাষা স্বীকৃতি, ’৫৮-এর সামরিক অপশাসন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের পরিকল্পনায় ও বাস্তবায়নে স্থপতি মাহাদি মাহমুদুল হক পুলক এটি নির্মাণে সংযুক্ত ছিলেন।

image

গাজীপুরে পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য -সংবাদ

আরও খবর
প্রধানমন্ত্রী বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন আজ
২০২১ সালের প্রথম সংসদ অধিবেশন ১৮ জানুয়ারি
পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সীমান্তের ওপারে চলে যায়
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ
ফাইজারের টিকা নিয়েও মার্কিন নার্স করোনায় আক্রান্ত!
নারী ও শিশু নির্যাতন, হত্যা-চুরির ঘটনায় ২০ হাজার মামলা
সড়কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের
না’গঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মেয়র আইভি
গণমাধ্যম রাষ্টের চতুর্থ স্তম্ভ : তথ্যমন্ত্রী
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারেনি : কাদের
১৬ শিক্ষকসহ ১৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল
বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

গাজীপুরে

পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন

জাতিসত্তার মূল চালিকাশক্তি মুক্তিযুদ্ধের চেতনা : আইজিপি

প্রতিনিধি, গাজীপুর

image

গাজীপুরে পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য -সংবাদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের জাতিসত্তার মূল চালিকাশক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

তিনি গতকাল গাজীপুর পুলিশ লাইনসের সামনে স্থাপিত ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ সময় হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি ও ডিআইজিরা সংযুক্ত থাকেন।

গাজীপুর অংশে অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন নাহার সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

আইজিপি আরও বলেন, ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুততালে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। এর মাঝখানে মূল বেদিতে সবার উপরে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিচে দুই সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দুই পার্শ্বে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ’৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৬-এর ভাষা স্বীকৃতি, ’৫৮-এর সামরিক অপশাসন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের পরিকল্পনায় ও বাস্তবায়নে স্থপতি মাহাদি মাহমুদুল হক পুলক এটি নির্মাণে সংযুক্ত ছিলেন।