বামনা ভূমি অফিস-সাব রেজিস্ট্রার দপ্তরের জমি ফের দখল, পরে উদ্ধার

বরগুনার বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি গত শুক্রবার রাতের অন্ধকারে অবৈধ দখলকারীরা পুনরায় দখল করেছে। রাতেই ভূমি মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপে দখলকারীদের হাত থেকে বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি রক্ষা পায়।

ঘটনার সূত্রে জানা যায়, বরগুনার বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনুকূলে অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে দীর্ঘবছর যাবত দখল করে রয়েছে দখলদাররা। উল্লেখিত অবৈধ দখলকারীরা শুক্রবার রাতের অন্ধকারে পুনরায় বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি দখল করে। তখন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার বামনা থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে রাতেই বামনা থানা পুলিশ এবং বামনা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম অবৈধ দখলকারীদের প্রতিহত করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ দখলকারীদের ইট, বালু, খোয়াসহ অন্য মালামাল বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমিতে রয়েছে।

অপরদিকে বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা ভূমি অফিসের অনুকূলে অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে দখলে রয়েছে বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশের্^র মূল ভবন এবং বামনা উপজেলা সদরের দূর্গা মন্দির। বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অস্থায়ী পিয়ন মো. নুরুজ্জামান রনীর দোকার ঘর রয়েছে সাব-রেজিস্ট্রার অফিসের জমিতে।

অন্যদিকে বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমির মূল রেকর্ডীয় মালিক মৃতঃ রহম আলীর ওয়ারিশ মো. কামাল হোসেন গং, মৃত. হাতেম আলীর ওয়ারিশ গোলাম মোস্তফা গংরা বাদী হয়ে মোকাম বামনা সহকারী জজ আদালত বরগুনায় ২০০৫ সালে বণ্টন মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার জানান যে, তিনি অফিসিয়াল কাজের জন্য শুক্রবার বামনা উপজেলার বাহিরে ছিলেন। তিনি বামনা উপজেলা ভূমি অফিসের জমি দখলের বিষয় শোনার পরই বামনা থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। এরপর রাতেই বামনা থানা পুলিশ এবং বামনা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম অবৈধ

আরও খবর
তিন জেলায় হিম ঠাণ্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে মুখোশ অস্ত্রসহ গ্রেপ্তার ৪
পুকুর খননের সময় উদ্ধার ঘটি : চাঞ্চল্য
ধোবাউড়ায় গণকবর সংরক্ষণ স্মৃতিসৌধ নির্মাণের দাবি
সিরাজদিখানে অজ্ঞাত যুবকের মরদেহ
রাজশাহীর কাদিরগঞ্জে হবে শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর
ইলিয়টগঞ্জে একশ’ একরে বিষমুক্ত সবজি উৎপাদন
দুর্গাপুরে নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
বরগুনায় হামলা, মামলায় উত্তপ্ত নির্বাচনী পরিবেশ
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত
নিরাপত্তা কর্মী-আয়া পদে নিয়োগ বাণিজ্য
মুকসুদপুরে চার হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
দখলকারীদের প্রতিহত করেন। নবজাতকের মরদেহ উদ্ধার
নন্দীগ্রামে চাচা হত্যা : ভাতিজা ধৃত

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

বামনা ভূমি অফিস-সাব রেজিস্ট্রার দপ্তরের জমি ফের দখল, পরে উদ্ধার

প্রতিনিধি, বামনা(বরগুনা)

বরগুনার বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি গত শুক্রবার রাতের অন্ধকারে অবৈধ দখলকারীরা পুনরায় দখল করেছে। রাতেই ভূমি মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপে দখলকারীদের হাত থেকে বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি রক্ষা পায়।

ঘটনার সূত্রে জানা যায়, বরগুনার বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনুকূলে অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে দীর্ঘবছর যাবত দখল করে রয়েছে দখলদাররা। উল্লেখিত অবৈধ দখলকারীরা শুক্রবার রাতের অন্ধকারে পুনরায় বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমি দখল করে। তখন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার বামনা থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে রাতেই বামনা থানা পুলিশ এবং বামনা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম অবৈধ দখলকারীদের প্রতিহত করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ দখলকারীদের ইট, বালু, খোয়াসহ অন্য মালামাল বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমিতে রয়েছে।

অপরদিকে বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা ভূমি অফিসের অনুকূলে অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে দখলে রয়েছে বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশের্^র মূল ভবন এবং বামনা উপজেলা সদরের দূর্গা মন্দির। বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অস্থায়ী পিয়ন মো. নুরুজ্জামান রনীর দোকার ঘর রয়েছে সাব-রেজিস্ট্রার অফিসের জমিতে।

অন্যদিকে বামনা উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের জমির মূল রেকর্ডীয় মালিক মৃতঃ রহম আলীর ওয়ারিশ মো. কামাল হোসেন গং, মৃত. হাতেম আলীর ওয়ারিশ গোলাম মোস্তফা গংরা বাদী হয়ে মোকাম বামনা সহকারী জজ আদালত বরগুনায় ২০০৫ সালে বণ্টন মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার জানান যে, তিনি অফিসিয়াল কাজের জন্য শুক্রবার বামনা উপজেলার বাহিরে ছিলেন। তিনি বামনা উপজেলা ভূমি অফিসের জমি দখলের বিষয় শোনার পরই বামনা থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। এরপর রাতেই বামনা থানা পুলিশ এবং বামনা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম অবৈধ