প্লাস্টিক খাতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্লাস্টিক খাতে বাংলাদেশ চীনের পরেই অবস্থান করছে। এই প্লাস্টিক খাতের উন্নতি করা সম্ভব হলে আমাদের আর বিদেশ নির্ভর হতে হবে না। প্লাস্টিক খাতে প্রায় ১২ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গত শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার পোর্ট এলাকার পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিপিএড এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি পি জি এম ই এ এর সভাপতি ও আরটিভি এবং বেঙ্গল গ্রুপের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ জাফর উদ্দিন।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

কেরানীগঞ্জে বাণিজ্যমন্ত্রী

প্লাস্টিক খাতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্লাস্টিক খাতে বাংলাদেশ চীনের পরেই অবস্থান করছে। এই প্লাস্টিক খাতের উন্নতি করা সম্ভব হলে আমাদের আর বিদেশ নির্ভর হতে হবে না। প্লাস্টিক খাতে প্রায় ১২ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গত শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার পোর্ট এলাকার পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিপিএড এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি পি জি এম ই এ এর সভাপতি ও আরটিভি এবং বেঙ্গল গ্রুপের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ জাফর উদ্দিন।