মাছ খেতে এসে ধরা মেছোবাঘ

নেত্রকোনার পূর্বধলায় ফিসারিতে মাছ খেতে এসে পাহাড়াদারের হাতে ধরা পড়ল একটি মেছো বাঘ। গত শুক্রবার রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম কালডোয়ার গ্রামে হোগলা রোড সংলগ্ন এটিএম শামছুর সিরাজ রিয়েলের ফিশারিতে পাহারাদার হৃদয় (১৮) বাঘটিকে আটক করে। হৃদয় মিয়া জানায়, প্রথম অবস্থায় সে চিনতে পারেনি, অন্য কোন প্রাণী ভেবে লাঠি দিয়ে আঘাত করলে আহত হয়ে পড়ে যায়। পরে কৌশলে তাকে আটক করি। এরপর বাঘটিকে শনাক্ত করার জন্য ফিসারির আঙিনায় এনে আটকে রাখি। খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির এই বাঘ দেখার জন্য ভিড় করে স্থানীয় জনতা। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. তাওহীদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই বাঘটি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

মাছ খেতে এসে ধরা মেছোবাঘ

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

image

নেত্রকোনার পূর্বধলায় ফিসারিতে মাছ খেতে এসে পাহাড়াদারের হাতে ধরা পড়ল একটি মেছো বাঘ। গত শুক্রবার রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম কালডোয়ার গ্রামে হোগলা রোড সংলগ্ন এটিএম শামছুর সিরাজ রিয়েলের ফিশারিতে পাহারাদার হৃদয় (১৮) বাঘটিকে আটক করে। হৃদয় মিয়া জানায়, প্রথম অবস্থায় সে চিনতে পারেনি, অন্য কোন প্রাণী ভেবে লাঠি দিয়ে আঘাত করলে আহত হয়ে পড়ে যায়। পরে কৌশলে তাকে আটক করি। এরপর বাঘটিকে শনাক্ত করার জন্য ফিসারির আঙিনায় এনে আটকে রাখি। খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির এই বাঘ দেখার জন্য ভিড় করে স্থানীয় জনতা। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. তাওহীদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই বাঘটি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।