তিন জেলায় সিনোফার্মের টিকা পৌঁছেছে

বাগেরহাটে

বাগেরহাটের সিনোফার্মের প্রায় ১৭ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা পৌছেছে। বেক্সিমকোর কর্মকর্তারা টিকাবাহী গাড়িযোগে এই টিকা গত বুধবার বিকেলে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে দেয়। টিকা সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি হাতে পেলে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে এখানের স্বাস্থ্য বিভাগ জানায়। বাগেরহাট জেলায় দুই ধাপে ৯৯ হাজার ডোজ টিকা বরাদ্দ পায় স্বাস্থ্যবিভাগ। ওই সময়ে বাগেরহাটে ৯১ হাজার ৪৭১ জন টিকার জন্য নিবন্ধন করে। নারী পুরুষ মিলিয়ে ৯৫ হাজার ৪৯০ জনকে টিকা দেয়া হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চায়না কোম্পানি সিনোফার্মের করোনা টিকা এসেছে ২৭ হাজার ৬শ’ ডোজ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজিং ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে এগুলি পৌঁছে দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব টিকা গ্রহণ করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। এসব টিকা প্লাস ২ থেকে প্লাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ঝালকাঠি

ঝালকাঠিতে চীনের তৈরি সিনোফার্মা ভ্যাকসিন এসেছে। গত বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিশেষ ভ্যাকসিন বহনকারী গাড়ি সিভিল সার্জন কার্যালয় ইপিআই কেন্দ্রে পৌছে দেয়া হয়। ঝালকাঠি জেলায় প্রথম ধাপে এই ভ্যাকসিন ২৪শ’ অ্যামপুল এসেছে। জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, এমওসিএস ডা. হাফিজুর রহমান ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

তিন জেলায় সিনোফার্মের টিকা পৌঁছেছে

প্রতিনিধি, বাগেরহাট, জেলা বার্তা পরিবশেক, কিশোরগঞ্জ, ঝালকাঠি

বাগেরহাটে

বাগেরহাটের সিনোফার্মের প্রায় ১৭ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা পৌছেছে। বেক্সিমকোর কর্মকর্তারা টিকাবাহী গাড়িযোগে এই টিকা গত বুধবার বিকেলে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে দেয়। টিকা সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি হাতে পেলে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে এখানের স্বাস্থ্য বিভাগ জানায়। বাগেরহাট জেলায় দুই ধাপে ৯৯ হাজার ডোজ টিকা বরাদ্দ পায় স্বাস্থ্যবিভাগ। ওই সময়ে বাগেরহাটে ৯১ হাজার ৪৭১ জন টিকার জন্য নিবন্ধন করে। নারী পুরুষ মিলিয়ে ৯৫ হাজার ৪৯০ জনকে টিকা দেয়া হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চায়না কোম্পানি সিনোফার্মের করোনা টিকা এসেছে ২৭ হাজার ৬শ’ ডোজ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজিং ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে এগুলি পৌঁছে দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব টিকা গ্রহণ করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। এসব টিকা প্লাস ২ থেকে প্লাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ঝালকাঠি

ঝালকাঠিতে চীনের তৈরি সিনোফার্মা ভ্যাকসিন এসেছে। গত বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিশেষ ভ্যাকসিন বহনকারী গাড়ি সিভিল সার্জন কার্যালয় ইপিআই কেন্দ্রে পৌছে দেয়া হয়। ঝালকাঠি জেলায় প্রথম ধাপে এই ভ্যাকসিন ২৪শ’ অ্যামপুল এসেছে। জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, এমওসিএস ডা. হাফিজুর রহমান ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।