রোনালদোর ৮০০

ক্রিস্টিয়ানো রোনালদো নতুন আরেকটি মাইল ফলক স্পর্শ করেছেন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করার মাধ্যমে তিনি ক্যারিয়ারে ৮০০ গোলের বিরল কৃতিত্ব অর্জণ করেছেন। শুধু তাই নয়, তার গোলে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বে খেলাও নিশ্চিত করেছে এ ম্যাচে জেতার মাধ্যমে।

ক্রিস্টিয়ানো রোনালদো এখন মাঠে নামলেই নিজের রেকর্ডটি আরও বড় করছেন। এর আগে তিনি দেশের হয়ে সবচেয়ে বেশী গোলের রেকর্ড করেছিলেন কিছুদিন আগেই। এবার করলেন ৮০০ গোলের রেকর্ড। রোনালদো ক্যারিয়ার শুরু করেছিলেন পর্তুগালের স্পোর্টিং ক্লাবের হয়ে। সেখানে করেছিলেন ৫টি গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১২৮টি গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫১টি এবং ইউভেন্টাসের হয়ে করেন ১০১টি গোল। এছাড়া দেশের হয়ে তিনি করেছেন রেকর্ড সংখ্যক ১১৬টি গোল। চ্যাম্পিয়ন্স লীগেও সবচেয়ে বেশী গোলের রেকর্ড তার। মঙ্গলবার এ প্রতিযোগিতায় তিনি করেন নিজের ১৪০তম গোলটি। ম্যানইউর হয়ে ১০০তম ও ৮০০তম গোল করেন রোনালদো।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

রোনালদোর ৮০০

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ক্রিস্টিয়ানো রোনালদো নতুন আরেকটি মাইল ফলক স্পর্শ করেছেন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করার মাধ্যমে তিনি ক্যারিয়ারে ৮০০ গোলের বিরল কৃতিত্ব অর্জণ করেছেন। শুধু তাই নয়, তার গোলে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বে খেলাও নিশ্চিত করেছে এ ম্যাচে জেতার মাধ্যমে।

ক্রিস্টিয়ানো রোনালদো এখন মাঠে নামলেই নিজের রেকর্ডটি আরও বড় করছেন। এর আগে তিনি দেশের হয়ে সবচেয়ে বেশী গোলের রেকর্ড করেছিলেন কিছুদিন আগেই। এবার করলেন ৮০০ গোলের রেকর্ড। রোনালদো ক্যারিয়ার শুরু করেছিলেন পর্তুগালের স্পোর্টিং ক্লাবের হয়ে। সেখানে করেছিলেন ৫টি গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১২৮টি গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫১টি এবং ইউভেন্টাসের হয়ে করেন ১০১টি গোল। এছাড়া দেশের হয়ে তিনি করেছেন রেকর্ড সংখ্যক ১১৬টি গোল। চ্যাম্পিয়ন্স লীগেও সবচেয়ে বেশী গোলের রেকর্ড তার। মঙ্গলবার এ প্রতিযোগিতায় তিনি করেন নিজের ১৪০তম গোলটি। ম্যানইউর হয়ে ১০০তম ও ৮০০তম গোল করেন রোনালদো।