ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় প্যারিস। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এর ফলে অ্যাপল, ফেসবুক, অ্যামাজন, গুগলের মতো বৃহৎ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুনতে হবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি মদে শুল্ক আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

এরআগে গত শুক্রবার এক টুইটার বার্তায় মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শুল্কারোপের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি শুল্ক আরোপ করার এ ঘটনাকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর ‘নির্বুদ্ধিতা’ বলে আখ্যায়িত করে এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি সবসময় বলে আসছি যে, ফ্রান্সের চাইতে যুক্তরাষ্ট্রের মদ ভালো। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ফ্রান্স মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্প আরোপের যে ঘোষণা দিয়েছে তা ভুল পদক্ষেপ। এর মধ্য দিয়ে বরং তাদের প্রধান রফতানি পণ্যকেই হুমকিতে ফেলেছে। ট্রাম্প বলেন, ফ্রান্সের এভাবে শুল্ক আরোপ করা উচিত নয়। তাদের আমি বলেছি যে, এটি করতে যাবেন না। কেননা, আপনারা এমনটি করলেও আমিও আপনাদের মদের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি। মার্কিন হুমকি সত্ত্বেও ফ্রান্সের পার্লামেন্টে সম্প্রতি একটি বিল পাস হয় যাতে বিদেশি আইটি কোম্পানিগুলোর ওপর তিন শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো গত সপ্তাহে ওই বিলে সই করে এটিকে আইনে পরিণত করেছেন। বিলটিতে বলা হয়েছে, এ শুল্ক আরোপের ফলে ফ্রান্স চলতি বছর ৪০ কোটি ইউরো এবং আগামী বছর ৬৫ কোটি ইউরো আয় করতে পারবে।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সংবাদ ডেস্ক

ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় প্যারিস। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এর ফলে অ্যাপল, ফেসবুক, অ্যামাজন, গুগলের মতো বৃহৎ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুনতে হবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি মদে শুল্ক আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

এরআগে গত শুক্রবার এক টুইটার বার্তায় মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শুল্কারোপের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি শুল্ক আরোপ করার এ ঘটনাকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর ‘নির্বুদ্ধিতা’ বলে আখ্যায়িত করে এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি সবসময় বলে আসছি যে, ফ্রান্সের চাইতে যুক্তরাষ্ট্রের মদ ভালো। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ফ্রান্স মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্প আরোপের যে ঘোষণা দিয়েছে তা ভুল পদক্ষেপ। এর মধ্য দিয়ে বরং তাদের প্রধান রফতানি পণ্যকেই হুমকিতে ফেলেছে। ট্রাম্প বলেন, ফ্রান্সের এভাবে শুল্ক আরোপ করা উচিত নয়। তাদের আমি বলেছি যে, এটি করতে যাবেন না। কেননা, আপনারা এমনটি করলেও আমিও আপনাদের মদের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি। মার্কিন হুমকি সত্ত্বেও ফ্রান্সের পার্লামেন্টে সম্প্রতি একটি বিল পাস হয় যাতে বিদেশি আইটি কোম্পানিগুলোর ওপর তিন শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো গত সপ্তাহে ওই বিলে সই করে এটিকে আইনে পরিণত করেছেন। বিলটিতে বলা হয়েছে, এ শুল্ক আরোপের ফলে ফ্রান্স চলতি বছর ৪০ কোটি ইউরো এবং আগামী বছর ৬৫ কোটি ইউরো আয় করতে পারবে।