জগন্নাথপুরে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের অবহেলায় আমান রহমান নামের ৩ মাস বয়সের এক শিশু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের জিয়াউর রহমানের ছেলে। জানা গেছে, ১৩ জানুয়ারি সোমবার জিয়াউর রহমান তার ছেলে আমান রহমানকে নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. নাজমুস সাদাত বলেন, তার হালকা শ্বাসকষ্ট সমস্যা হয়েছে। গ্যাস মেরে বাড়িতে নিয়ে যান। তখন ইমার্জেন্সি বিভাগে গেলে দায়িত্বরত ডা. তাকে ভর্তি করে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনতে বলেন। ওষুধ আনার পর ইনজেকশন দিতে রগ বের করতে গিয়ে ৬টি ছিদ্র করেও রগ না পেয়ে রক্তাক্ত অবস্থায় মাংসে পুশ করেন। রাত ১২টার দিকে শিশুটি ছটফট করলে অনেক ডাকাডাকি করেও ডা. ও নার্সদের পাওয়া যায়নি। তারা উপরে ঘুমে ছিলেন। অনেকক্ষণ পরে ডা. এসে শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মৃত শিশুর পিতা জিয়াউর রহমান বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পকিল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ সিভিল সার্জন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার ওসির নিকট প্রদান করা হয়েছে। তবে বারবার চেষ্টা করেও হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ফোন রিসিভ না করায় ডা. নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট কারও মন্তব্য জানা যায়নি।

আরও খবর
সৈয়দপুর রেলওয়ে প্রকৌ. বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখেনি সাড়ে ৩ বছরেও
বরিশালে বিউটি মার্কেট উচ্ছেদ : পাল্টাপাল্টি অভিযোগ
বনপাড়ার গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা : কমছে অপরাধ
দশমিনায় নৌকা তৈরি করে সংসার চালান আলাউদ্দিন
শেরপুরে আমন সংগ্রহ শুরু
ভালুকায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে পাওয়া গেল ২ শিশু
সীতাকুণ্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপাসিয়ায় ৫ ওষুধ দোকানের ৫০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহে স্ত্রী-সন্তান হত্যাকারী গ্রেফতার
মাদারীপুরে জোড়া খুন দোষীদের বিচার দাবি
পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতন পাটকল শ্রমিক হাসপাতালে
১৫ কোটির কোকেনসহ ধৃত ১
হবিগঞ্জে মাছ মেলা জমজমাট
কেশবপুরে টেপুর বিলে বোরো আবাদের দাবিতে স্মারকলিপি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

জগন্নাথপুরে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের অবহেলায় আমান রহমান নামের ৩ মাস বয়সের এক শিশু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের জিয়াউর রহমানের ছেলে। জানা গেছে, ১৩ জানুয়ারি সোমবার জিয়াউর রহমান তার ছেলে আমান রহমানকে নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. নাজমুস সাদাত বলেন, তার হালকা শ্বাসকষ্ট সমস্যা হয়েছে। গ্যাস মেরে বাড়িতে নিয়ে যান। তখন ইমার্জেন্সি বিভাগে গেলে দায়িত্বরত ডা. তাকে ভর্তি করে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনতে বলেন। ওষুধ আনার পর ইনজেকশন দিতে রগ বের করতে গিয়ে ৬টি ছিদ্র করেও রগ না পেয়ে রক্তাক্ত অবস্থায় মাংসে পুশ করেন। রাত ১২টার দিকে শিশুটি ছটফট করলে অনেক ডাকাডাকি করেও ডা. ও নার্সদের পাওয়া যায়নি। তারা উপরে ঘুমে ছিলেন। অনেকক্ষণ পরে ডা. এসে শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মৃত শিশুর পিতা জিয়াউর রহমান বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পকিল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ সিভিল সার্জন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার ওসির নিকট প্রদান করা হয়েছে। তবে বারবার চেষ্টা করেও হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ফোন রিসিভ না করায় ডা. নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট কারও মন্তব্য জানা যায়নি।