আগামী জুনে পদ্মা সেতু ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন

আগামী বছরের (২০২১) জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। একই বছরের (২০২১) ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। বাকি ২১টি আগামী জুলাই মাসের মধ্যে স্থাপন করা হবে। মেট্রোরেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী জানান, উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১ এর কাজও পুরোদমে এগিয়ে চলছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে :

সরকারি দলের সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ব্যাটারিচালিত অটো রিকশা ও ইজিবাইকগুলোর ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম নিরাপদ ও মানসম্মত নয়। তাই বিধি-বহির্ভূতভাবে যত্রতত্র চলাচল বন্ধ করার জন্য বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভারত থেকে ৬০০ বাস আমদানি : বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিট ঋণের আওতায় ৩০০টি দ্বিতল ২০০টি একতলা এসি বাস এবং ১০০টি নন এসি বাসসহ মোট ৬০০টি নতুন বাস আমদানি করা হয়েছে। বাসগুলো বিআরটিসি বহরে পর্যায়ক্রমে সংযুক্ত হচ্ছে। এছাড়া কারখানায় মেরামত করার পর চলাচল উপযোগী করে বাসগুলো বিআরটিসি বহরে সংযুক্ত করা হবে। তিনি বলেন, বর্তমানে বিআরটিসি বহরে ১ হাজার ৮৩০টি বাসের মধ্যে ১ হাজার ৩১৩টি বাস চলাচল করে। এরমধ্যে ৩৩০টি বাস অমেরামতযোগ্য। মেরামতযোগ্য ১৮৭টি বাস ভারি মেরামতের জন্য কারখানায় রয়েছে।

আরও খবর
একনেকে ৪ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন
চার জেলায় প্রাণ গেল ৭ জনের
ভোট সংশ্লিষ্ট তথ্য জানা যাবে এসএমএসে
আ’লীগ এমপি আফজাল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদক
অ্যাসকড সম্মেলন শুরু
চার শিল্পপতির বিরুদ্ধে দুদকের মামলা
ক্যানসার আক্রান্ত শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন
শিল্পকলায় বহুবচনের ‘প্রেম বড় কবিরাজ’ মঞ্চায়ন আজ
আজ সিনেমাটোগ্রাফির ওপর কর্মশালা
মুক্তিপণ নিয়ে ৪ পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
আড়ং কর্মীর কাছে চেঞ্জরুমের ৩৭টি গোপন ভিডিও
না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ আজ
কাপ্তাই ভাইস চেয়ারম্যানের ৩ বছর কারাদণ্ড

বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ , ১৫ মাঘ ১৪২৬, ৩ জমাদিউস সানি ১৪৪১

সংসদে প্রশ্নোত্তর

আগামী জুনে পদ্মা সেতু ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক |

আগামী বছরের (২০২১) জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। একই বছরের (২০২১) ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। বাকি ২১টি আগামী জুলাই মাসের মধ্যে স্থাপন করা হবে। মেট্রোরেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী জানান, উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১ এর কাজও পুরোদমে এগিয়ে চলছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে :

সরকারি দলের সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ব্যাটারিচালিত অটো রিকশা ও ইজিবাইকগুলোর ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম নিরাপদ ও মানসম্মত নয়। তাই বিধি-বহির্ভূতভাবে যত্রতত্র চলাচল বন্ধ করার জন্য বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভারত থেকে ৬০০ বাস আমদানি : বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিট ঋণের আওতায় ৩০০টি দ্বিতল ২০০টি একতলা এসি বাস এবং ১০০টি নন এসি বাসসহ মোট ৬০০টি নতুন বাস আমদানি করা হয়েছে। বাসগুলো বিআরটিসি বহরে পর্যায়ক্রমে সংযুক্ত হচ্ছে। এছাড়া কারখানায় মেরামত করার পর চলাচল উপযোগী করে বাসগুলো বিআরটিসি বহরে সংযুক্ত করা হবে। তিনি বলেন, বর্তমানে বিআরটিসি বহরে ১ হাজার ৮৩০টি বাসের মধ্যে ১ হাজার ৩১৩টি বাস চলাচল করে। এরমধ্যে ৩৩০টি বাস অমেরামতযোগ্য। মেরামতযোগ্য ১৮৭টি বাস ভারি মেরামতের জন্য কারখানায় রয়েছে।