চার জেলায় প্রাণ গেল ৭ জনের

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। নিহতদের মদ্যে গোপালগঞ্জ, ফেনী ও চট্টগ্রামে ২ জন করে এবং টাঙ্গাইলে অপর এক ঘটনায় একজন প্রাণহারায়।

প্রতিনিধিদের পাঠানো খরবে এ তথ্য জানা গেছে।

গাপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুর রহমান আহত হন।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের টিপু শেখের ছেলে মিজানুর রহমান রাজিব শেখ (২২) ও পথচারী শহরের বেদগ্রামের ছকোন মোল্লার ছেলে জিন্নাত মোল্লা (৬৫)। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপতালে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার এসআই তানভীর আহমেদ জানান, মিজানুর রহমান রাজিব শেখ দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ভেন্নাবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বেদগ্রামে রাস্তা পারাপারের সময় পথচারী জিন্নাত মোল্লাকে মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনী : ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন তফুরা আক্তার (৪০) ও বেলাল হোসেন (২৩)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর বন্দুয়া নামক স্থানে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক বেলাল হোসেন ও যাত্রী আবদুল কাদের (৬০) ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির, চালক বেলালকে মৃত ঘোষণা করেন। সিএনজি অটোরিকশার যাত্রী ফুলগাজীর বন্দুয়া নিবাসী আহত আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত বেলাল ছাগলনাইয়ার শিলুয়ার পাঠানগড়ের মৃত করিম উল্লার ছেলে।

অন্যদিকে সোমবার রাত ১২টার দিকে একই সড়কের নতুন মুন্সীর হাট ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তফুরা আক্তার (৪০) নিহত হন। তিনি পরশুরামের ইউএনও কার্যালয়ের নারী অফিস সহায়ক পদে কমর্রত ছিলেন। নিহতের তফুরার ভাই নুরুল আফসার জানান, সোমবার রাতে তফুরা ছেলে তৌহিদুল ইসলামের (১৭) সঙ্গে মুন্সীর হাট থেকে ফুলগাজী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির তফুরাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত তফুরা আক্তারের ছেলে তৌহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন পৃথক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো : যাত্রীবাহী বাস উল্টে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষকসহ কমপক্ষে ১০ জন। গতকাল সকাল সোয়া ১১টার দিকে রাউজানে পাহাড়তলী পিংক সিটির অদূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের জাহানারা বেগম (৫৫) ও একই উপজেলার ইমাম হোসেন (৫০)।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আল্লাহর দান পরিবহনের বাসটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা যাচ্ছিল। রাউজানের পিংক সিটির পূর্বদিক অতিক্রমের সময় বাসটির চাকা পাংচার হয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে বাসের নিচে আটকে পড়া অবস্থায় দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, একজনের পা বাসের মধ্যে আটকে ছিল। তাকে আমরা জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আরও কমপক্ষে ৮ থেকে ৯ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

চুয়েটের কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসে করে চুয়েটে যাচ্ছিলেন মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীন। উভয়েই গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বাঁশ বোঝাই ট্রাক উল্টে লাভু ভূঁইয়া (৬০) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘাটাইল-সাগরদিঘী সড়কে উপজেলার ধলাপাড়ার সরিষাআটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের মৃত নুরু ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশবোঝাই একটি ট্রাক ভূঞাপুর থেকে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি ধলাপাড়া সরিষাআটা এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ ব্যাপারে ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

আরও খবর
একনেকে ৪ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন
আগামী জুনে পদ্মা সেতু ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন
ভোট সংশ্লিষ্ট তথ্য জানা যাবে এসএমএসে
আ’লীগ এমপি আফজাল হোসেনের সম্পদ অনুসন্ধানে দুদক
অ্যাসকড সম্মেলন শুরু
চার শিল্পপতির বিরুদ্ধে দুদকের মামলা
ক্যানসার আক্রান্ত শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন
শিল্পকলায় বহুবচনের ‘প্রেম বড় কবিরাজ’ মঞ্চায়ন আজ
আজ সিনেমাটোগ্রাফির ওপর কর্মশালা
মুক্তিপণ নিয়ে ৪ পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
আড়ং কর্মীর কাছে চেঞ্জরুমের ৩৭টি গোপন ভিডিও
না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ আজ
কাপ্তাই ভাইস চেয়ারম্যানের ৩ বছর কারাদণ্ড

বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ , ১৫ মাঘ ১৪২৬, ৩ জমাদিউস সানি ১৪৪১

সড়ক দুর্ঘটনা

চার জেলায় প্রাণ গেল ৭ জনের

সংবাদ ডেস্ক |

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। নিহতদের মদ্যে গোপালগঞ্জ, ফেনী ও চট্টগ্রামে ২ জন করে এবং টাঙ্গাইলে অপর এক ঘটনায় একজন প্রাণহারায়।

প্রতিনিধিদের পাঠানো খরবে এ তথ্য জানা গেছে।

গাপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুর রহমান আহত হন।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের টিপু শেখের ছেলে মিজানুর রহমান রাজিব শেখ (২২) ও পথচারী শহরের বেদগ্রামের ছকোন মোল্লার ছেলে জিন্নাত মোল্লা (৬৫)। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপতালে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার এসআই তানভীর আহমেদ জানান, মিজানুর রহমান রাজিব শেখ দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ভেন্নাবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বেদগ্রামে রাস্তা পারাপারের সময় পথচারী জিন্নাত মোল্লাকে মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনী : ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন তফুরা আক্তার (৪০) ও বেলাল হোসেন (২৩)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর বন্দুয়া নামক স্থানে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক বেলাল হোসেন ও যাত্রী আবদুল কাদের (৬০) ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির, চালক বেলালকে মৃত ঘোষণা করেন। সিএনজি অটোরিকশার যাত্রী ফুলগাজীর বন্দুয়া নিবাসী আহত আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত বেলাল ছাগলনাইয়ার শিলুয়ার পাঠানগড়ের মৃত করিম উল্লার ছেলে।

অন্যদিকে সোমবার রাত ১২টার দিকে একই সড়কের নতুন মুন্সীর হাট ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তফুরা আক্তার (৪০) নিহত হন। তিনি পরশুরামের ইউএনও কার্যালয়ের নারী অফিস সহায়ক পদে কমর্রত ছিলেন। নিহতের তফুরার ভাই নুরুল আফসার জানান, সোমবার রাতে তফুরা ছেলে তৌহিদুল ইসলামের (১৭) সঙ্গে মুন্সীর হাট থেকে ফুলগাজী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির তফুরাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত তফুরা আক্তারের ছেলে তৌহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন পৃথক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো : যাত্রীবাহী বাস উল্টে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষকসহ কমপক্ষে ১০ জন। গতকাল সকাল সোয়া ১১টার দিকে রাউজানে পাহাড়তলী পিংক সিটির অদূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের জাহানারা বেগম (৫৫) ও একই উপজেলার ইমাম হোসেন (৫০)।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আল্লাহর দান পরিবহনের বাসটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা যাচ্ছিল। রাউজানের পিংক সিটির পূর্বদিক অতিক্রমের সময় বাসটির চাকা পাংচার হয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে বাসের নিচে আটকে পড়া অবস্থায় দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, একজনের পা বাসের মধ্যে আটকে ছিল। তাকে আমরা জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আরও কমপক্ষে ৮ থেকে ৯ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

চুয়েটের কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসে করে চুয়েটে যাচ্ছিলেন মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীন। উভয়েই গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বাঁশ বোঝাই ট্রাক উল্টে লাভু ভূঁইয়া (৬০) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘাটাইল-সাগরদিঘী সড়কে উপজেলার ধলাপাড়ার সরিষাআটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের মৃত নুরু ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশবোঝাই একটি ট্রাক ভূঞাপুর থেকে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি ধলাপাড়া সরিষাআটা এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ ব্যাপারে ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।