গ্যাসের ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের বিদ্যমান প্রাকৃতিক গ্যাস অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার অব্যাহত রাখবে। রাশিয়ার রাষ্ট্রীয় এবং বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘গ্যাসপ্রম’ এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ, পিজেএসসি গ্যাসপ্রমের ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান ভিতালেয় মারকেলোভ, গ্যাজপ্রম ইপি ইন্টারন্যাশনাল বি.ভির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সার্গেই তুমানোভ এবং আরএমএম এর ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠা করছে। রাশিয়া সবসময়ই আমাদের ইতিবাচক সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে গিয়ে বেশ কিছু রুশ নৌসেনা জীবনদান করে।

গ্যাসপ্রম প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা প্রদানের লক্ষ্যে এবং যৌথ অংশীদারিত্বে ভোলা গ্যাস ফিল্ডের উন্নয়ন ও জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য পেট্রোবাংলা ও বাপেক্স সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে অবহিত করেন। তারা বলেন, বন্ধুপ্রতিম দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি ‘তাৎপর্যপূর্ণ’। এই এমওইউ আরও বড় বিষয়েও সহযোগিতার সুযোগকে উন্মুক্ত করবে। গ্যাজপ্রম বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহী বলেও জানান তারা। উল্লেখ্য, ২০১০ সালে রাশিয়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ান ফেডারেশনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কাজে সহযোগিতার অনুরোধ জানান। এই পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম টার্ম-কি চুক্তিতে বাংলাদেশে প্রাথমিকভাবে গ্যাস খাতে কাজ শুরু করে।

আরও খবর
সরকার চায় মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী
আরও বড় পরিসরে এবারের বইমেলা
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থ
শ্রুতির ‘রনজিত পুরস্কার’ পেলেন সলিমুল্লাহ খান
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী
বিএনপি প্রতিটি কেন্দ্রে ভাড়াটে সন্ত্রাসী রাখবে
‘আমার বিরুদ্ধে লিখে কিছু হবে না, আমি প্রধান প্রকৌশলীর লোক’
নুসরাত হত্যা পেপারবুক মুদ্রণ
জিয়া রাজনীতিবিদদের কেনাবেচার হাট বসিয়েছিলেন
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় একসঙ্গে কাজ করবে দুদক ও অক্সফাম
সরস্বতী পূজা উদযাপন
স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন
বন্দুকযুদ্ধে গামছা পার্টির ২ সদস্য নিহত

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

গ্যাসের ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে

প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের বিদ্যমান প্রাকৃতিক গ্যাস অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার অব্যাহত রাখবে। রাশিয়ার রাষ্ট্রীয় এবং বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘গ্যাসপ্রম’ এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ, পিজেএসসি গ্যাসপ্রমের ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান ভিতালেয় মারকেলোভ, গ্যাজপ্রম ইপি ইন্টারন্যাশনাল বি.ভির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সার্গেই তুমানোভ এবং আরএমএম এর ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠা করছে। রাশিয়া সবসময়ই আমাদের ইতিবাচক সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে গিয়ে বেশ কিছু রুশ নৌসেনা জীবনদান করে।

গ্যাসপ্রম প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা প্রদানের লক্ষ্যে এবং যৌথ অংশীদারিত্বে ভোলা গ্যাস ফিল্ডের উন্নয়ন ও জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য পেট্রোবাংলা ও বাপেক্স সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে অবহিত করেন। তারা বলেন, বন্ধুপ্রতিম দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি ‘তাৎপর্যপূর্ণ’। এই এমওইউ আরও বড় বিষয়েও সহযোগিতার সুযোগকে উন্মুক্ত করবে। গ্যাজপ্রম বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহী বলেও জানান তারা। উল্লেখ্য, ২০১০ সালে রাশিয়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ান ফেডারেশনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কাজে সহযোগিতার অনুরোধ জানান। এই পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম টার্ম-কি চুক্তিতে বাংলাদেশে প্রাথমিকভাবে গ্যাস খাতে কাজ শুরু করে।