শ্রুতির ‘রনজিত পুরস্কার’ পেলেন সলিমুল্লাহ খান

শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত ‘রনজিত পুরস্কার ২০২০’ ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পেয়েছেন লেখক, গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শ্রুতির পরিচালক ধীমান সাহা জুয়েল এ পুরস্কার ঘোষণা করেন। অবাধ প্রাণ-প্রকৃতির লড়াইয়ে সৃজনশীল, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের তৎপরতায় সক্রিয় স্বতন্ত্র বৈশিষ্ট্য চিন্তক হিসেবে সলিমুল্লাহ খানকে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় শ্রুতি। আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শ্রুতির ২৮ বছর পূর্তি ও রনজিত জন্মোৎসব অনুষ্ঠানে লেখকের হাতে এ পুরস্কার (নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট) তুলে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত এ পুরস্কারের নাম ছিল ‘শ্রুতি পুরস্কার’। শ্রুতির প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সংগঠক রনজিত কুমারের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রনজিত পুরস্কার’ নাম রাখা হয়। এটি ১৪তম পুরস্কার। এর আগে শিল্প-সংস্কৃতিতে মূল্যবান অবদানের জন্য দেশের ১৩ জন গুণীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তারা হলেন- কবি শামসুর রাহমান, যাদুশিল্পী জুয়েল আইচ, দার্শনিক সরদার ফজলুল করিম, ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জ্যোতি-পদার্থবিদ ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উচ্চাঙ্গ সংগীত ওস্তাদ সাইমুদ আলী খান, কথাসাহিত্যিক আবদুশ শাকুর, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, কথাসাহিত্যিক মামুন হুসাইন।

সংবাদ সম্মেলনে শ্রুতির সভাপতি আবদুর রহমান, নীতি নির্ধারণী সদস্য কবি কাজল কাননসহ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

image
আরও খবর
সরকার চায় মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী
গ্যাসের ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে
আরও বড় পরিসরে এবারের বইমেলা
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থ
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী
বিএনপি প্রতিটি কেন্দ্রে ভাড়াটে সন্ত্রাসী রাখবে
‘আমার বিরুদ্ধে লিখে কিছু হবে না, আমি প্রধান প্রকৌশলীর লোক’
নুসরাত হত্যা পেপারবুক মুদ্রণ
জিয়া রাজনীতিবিদদের কেনাবেচার হাট বসিয়েছিলেন
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় একসঙ্গে কাজ করবে দুদক ও অক্সফাম
সরস্বতী পূজা উদযাপন
স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন
বন্দুকযুদ্ধে গামছা পার্টির ২ সদস্য নিহত

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

শ্রুতির ‘রনজিত পুরস্কার’ পেলেন সলিমুল্লাহ খান

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত ‘রনজিত পুরস্কার ২০২০’ ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পেয়েছেন লেখক, গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শ্রুতির পরিচালক ধীমান সাহা জুয়েল এ পুরস্কার ঘোষণা করেন। অবাধ প্রাণ-প্রকৃতির লড়াইয়ে সৃজনশীল, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের তৎপরতায় সক্রিয় স্বতন্ত্র বৈশিষ্ট্য চিন্তক হিসেবে সলিমুল্লাহ খানকে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় শ্রুতি। আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শ্রুতির ২৮ বছর পূর্তি ও রনজিত জন্মোৎসব অনুষ্ঠানে লেখকের হাতে এ পুরস্কার (নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট) তুলে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত এ পুরস্কারের নাম ছিল ‘শ্রুতি পুরস্কার’। শ্রুতির প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সংগঠক রনজিত কুমারের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রনজিত পুরস্কার’ নাম রাখা হয়। এটি ১৪তম পুরস্কার। এর আগে শিল্প-সংস্কৃতিতে মূল্যবান অবদানের জন্য দেশের ১৩ জন গুণীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তারা হলেন- কবি শামসুর রাহমান, যাদুশিল্পী জুয়েল আইচ, দার্শনিক সরদার ফজলুল করিম, ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জ্যোতি-পদার্থবিদ ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উচ্চাঙ্গ সংগীত ওস্তাদ সাইমুদ আলী খান, কথাসাহিত্যিক আবদুশ শাকুর, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, কথাসাহিত্যিক মামুন হুসাইন।

সংবাদ সম্মেলনে শ্রুতির সভাপতি আবদুর রহমান, নীতি নির্ধারণী সদস্য কবি কাজল কাননসহ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।