স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন

হবিগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় আদালতের নির্দেশে ১১ দিন পর স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গতকাল দুপুর বেলা ১২টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. শাহ আজিজ উপস্থিতিতে সদর থানা পুলিশ সদর উপজেলার ধল গ্রামের কবরস্থান থেকে জেরিনের লাশ উত্তোলন করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) পুলিশ সুপার রবিউল ইসলাম পিপিএম, হবিগঞ্জ সদর হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ সদর থানা একদল পুলিশ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে। প্রসঙ্গত প্রেমে ব্যর্থ হয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে রাস্তা থেকে সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায় উপজেলার বামকান্দি গ্রামের জাকির হোসেন।

গাড়িতে মেয়েটি চিৎকার ও ধস্তাধস্তি করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জাকির ও তার সহযোগীরা। এতে সে মারা যায়। জেরিনের মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা মনে করে জেরিনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করে। পরে পুলিশ রহস্য উদ্ঘাটন করে এবং জাকিরকে গ্রেফতার করে। জাকির আদালতে স্বীকার করে জেরিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৮ জানুয়ারি সকাল ৮টায় তার বন্ধু সিএনজি চালক নুর আলম ও হৃদয়কে নিয়ে জেরিন আক্তারকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে জাকির। অপহরণে ব্যর্থ হয়ে রিচি স্কুলের সামনে চলন্ত গাড়ি থেকে ধস্তাধস্তি অথবা কোনভাবে ধাক্কার কারণে পড়ে মারা যায় জেরিন।

এরই পরিপ্রেক্ষিতে জেরিনের মৃত্যুর কারণ নির্ণয় করতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

আরও খবর
সরকার চায় মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী
গ্যাসের ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে
আরও বড় পরিসরে এবারের বইমেলা
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থ
শ্রুতির ‘রনজিত পুরস্কার’ পেলেন সলিমুল্লাহ খান
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী
বিএনপি প্রতিটি কেন্দ্রে ভাড়াটে সন্ত্রাসী রাখবে
‘আমার বিরুদ্ধে লিখে কিছু হবে না, আমি প্রধান প্রকৌশলীর লোক’
নুসরাত হত্যা পেপারবুক মুদ্রণ
জিয়া রাজনীতিবিদদের কেনাবেচার হাট বসিয়েছিলেন
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় একসঙ্গে কাজ করবে দুদক ও অক্সফাম
সরস্বতী পূজা উদযাপন
বন্দুকযুদ্ধে গামছা পার্টির ২ সদস্য নিহত

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

১১ দিন পর

স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় আদালতের নির্দেশে ১১ দিন পর স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গতকাল দুপুর বেলা ১২টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. শাহ আজিজ উপস্থিতিতে সদর থানা পুলিশ সদর উপজেলার ধল গ্রামের কবরস্থান থেকে জেরিনের লাশ উত্তোলন করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) পুলিশ সুপার রবিউল ইসলাম পিপিএম, হবিগঞ্জ সদর হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ সদর থানা একদল পুলিশ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে। প্রসঙ্গত প্রেমে ব্যর্থ হয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে রাস্তা থেকে সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায় উপজেলার বামকান্দি গ্রামের জাকির হোসেন।

গাড়িতে মেয়েটি চিৎকার ও ধস্তাধস্তি করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জাকির ও তার সহযোগীরা। এতে সে মারা যায়। জেরিনের মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা মনে করে জেরিনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করে। পরে পুলিশ রহস্য উদ্ঘাটন করে এবং জাকিরকে গ্রেফতার করে। জাকির আদালতে স্বীকার করে জেরিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৮ জানুয়ারি সকাল ৮টায় তার বন্ধু সিএনজি চালক নুর আলম ও হৃদয়কে নিয়ে জেরিন আক্তারকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে জাকির। অপহরণে ব্যর্থ হয়ে রিচি স্কুলের সামনে চলন্ত গাড়ি থেকে ধস্তাধস্তি অথবা কোনভাবে ধাক্কার কারণে পড়ে মারা যায় জেরিন।

এরই পরিপ্রেক্ষিতে জেরিনের মৃত্যুর কারণ নির্ণয় করতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।