শিশু বাবা-মাসহ সামরিক হাসপাতালে ভর্তি

পরীক্ষা করা হচ্ছে করোনাভাইরাস

চীনের উহান থেকে আসা জ্বরে আক্রান্ত এক শিশুকে বাবা-মাসহ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল দুপুরে মহাখালী আইইডিসিআর সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে করোনাভাইরাস সম্পর্কে বাংলাদেশের পরিস্থিতি ও করোণীয় তুলে ধরেন মহাখালী রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে জানা গেছে, গতকাল পর্যন্ত সারা বিশ্বে এ যাবত ২০,৬৩০ জন করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন)। চীনে ২০ হাজার ৪৭২ জন নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছেন)। এদের মধ্যে মারাত্মক অবস্থায় আছেন ২ হাজার ৭৮৮ জন (নতুন ৪৯২ জন)। মৃত্যুবরণ করেছেন ৪২৫ জন (গত ২৪ ঘণ্টায় ৬৪ জন মৃত্যুবরণ করেছেন)। চীনের বাইরে করোনাভাইরাস আক্রান্ত আছেন ২৩টি দেশের ১৫৯ জন (গত ২৪ ঘণ্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন), মৃত্যুবরণ করেছেন ১ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে ঝুঁকির মাত্রা চীনে অতি উচ্চ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ এবং সারাবিশ্বে উচ্চ। চীনের জাতীয় পরিস্থিতি রোগীদের মাঝে ৮০% জনই ৬০ বছরের বেশি বয়সী, ৭৫% রোগী অন্য রোগেও আক্রান্ত, মৃত্যুবরণকারীদের দুই-তৃতীয়াংশ পুরুষ।

আশকোনা কোয়ারেন্টাইন কেন্দ্রে সেবা ৭টি ডরমিটরিতে চীন ফেরত যাত্রীরা অবস্থান করছেন।

চিকিৎসা সেবা ও নার্সিং সেবা কার্যক্রমকে সেনা কর্তৃপক্ষের মেডিকেল সার্ভিস পুরোটাই সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা সব ওষুধ সরবরাহ করছে, জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ওষুধ কেনা হচ্ছে আইইডিসিআর যাত্রীদের স্বাস্থ্যসেবা ছাড়াও যাত্রীদের রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ করছেন। সামরিক বাহিনীর মিলিটারি পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন।

এ উদ্দ্যেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩০ শয্যার আইসোলেন শাখা (ওংড়ষধঃরড়হ) শাখা খোলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবার খাবার, শিশু খাদ্য, শিশুদের ডায়াপার ও অন্য সামগ্রী সরবরাহ করছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস কোয়ারান্টাইন ভবনের সার্বিক ব্যবস্থাপনা করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন মশক নিধনসহ ক্যাম্পের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করছে।

পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের চারপাশে নিরাপত্তা দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সার্কক্ষণিক যোগাযোগ রাখছেন। আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে চীনের উহান থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বলা হয়, জ্বরে আক্রান্ত একজন শিশুকে বাবা-মাসহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়, তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে। নিয়মিতভাবে চার বেলা খাবার সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন দু’বেলা মাস্ক সরবরাহ করা হয়। সেনা কর্তৃপক্ষ কোয়ারান্টাইন কক্ষগুলো ও চারপাশের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব পালন করছেন। আমরা নিয়মিতভাবে কোয়ারনান্টাইনকৃত যাত্রীদের মতামত ও প্রতিক্রিয়া নিচ্ছি এবং সে অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি জেলা পর্যায়ে আইসোলেশান (ওংড়ষধঃরড়হ) ওয়ার্ড ও ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। এ সব মেডিকেল কলেজ হাসপাতালে কক্ষ প্রস্তুত করা। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ২৫০ শয্যার আইসোলেশন কক্ষ স্থাপন। সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যধি হাসপাতাল প্রাথমিক পর্যায়ে রোগী গ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকি সংযোগ (জরংশ ঈড়সসঁহরপধঃরড়হ) নিয়মিতভাবে করা হচ্ছে।

সংক্রমণ প্রতিরোধে জোর দেয়া। চীনের নাগরিকদের স্বাস্থ্য নিয়মিতভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা। সামাজিক যোগাযোগমাধ্যমে ও অন্যসব মাধ্যমে প্রচারিত গুজবকে যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে জবাব দেয়া।

গতকাল পর্যন্ত চীন থেকে আসা ৭২৮৪ জনের স্ক্রিনিং হয়েছে। করোনাভাইরাস সন্দেহে গতকাল পর্যন্ত ৪৩ জন চিকিৎসা সেবা নিয়েছেন। করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৭ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চীনের উহান থেকে ফেরত বাংলাদেশি যাত্রীদের অভিভাবকদের যে কোন জিজ্ঞাস্য ও প্রশ্নের জবাব দেবার জন্য আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার বিকেল ৩টায় আইইডিসিআর-এ আমন্ত্রণ জানানো হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

জ্বরে আক্রান্ত

শিশু বাবা-মাসহ সামরিক হাসপাতালে ভর্তি

পরীক্ষা করা হচ্ছে করোনাভাইরাস

নিজস্ব বার্তা পরিবেশক |

চীনের উহান থেকে আসা জ্বরে আক্রান্ত এক শিশুকে বাবা-মাসহ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল দুপুরে মহাখালী আইইডিসিআর সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে করোনাভাইরাস সম্পর্কে বাংলাদেশের পরিস্থিতি ও করোণীয় তুলে ধরেন মহাখালী রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে জানা গেছে, গতকাল পর্যন্ত সারা বিশ্বে এ যাবত ২০,৬৩০ জন করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন)। চীনে ২০ হাজার ৪৭২ জন নিশ্চিত করোনাভাইরাস আক্রান্ত (গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছেন)। এদের মধ্যে মারাত্মক অবস্থায় আছেন ২ হাজার ৭৮৮ জন (নতুন ৪৯২ জন)। মৃত্যুবরণ করেছেন ৪২৫ জন (গত ২৪ ঘণ্টায় ৬৪ জন মৃত্যুবরণ করেছেন)। চীনের বাইরে করোনাভাইরাস আক্রান্ত আছেন ২৩টি দেশের ১৫৯ জন (গত ২৪ ঘণ্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন), মৃত্যুবরণ করেছেন ১ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে ঝুঁকির মাত্রা চীনে অতি উচ্চ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ এবং সারাবিশ্বে উচ্চ। চীনের জাতীয় পরিস্থিতি রোগীদের মাঝে ৮০% জনই ৬০ বছরের বেশি বয়সী, ৭৫% রোগী অন্য রোগেও আক্রান্ত, মৃত্যুবরণকারীদের দুই-তৃতীয়াংশ পুরুষ।

আশকোনা কোয়ারেন্টাইন কেন্দ্রে সেবা ৭টি ডরমিটরিতে চীন ফেরত যাত্রীরা অবস্থান করছেন।

চিকিৎসা সেবা ও নার্সিং সেবা কার্যক্রমকে সেনা কর্তৃপক্ষের মেডিকেল সার্ভিস পুরোটাই সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা সব ওষুধ সরবরাহ করছে, জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ওষুধ কেনা হচ্ছে আইইডিসিআর যাত্রীদের স্বাস্থ্যসেবা ছাড়াও যাত্রীদের রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ করছেন। সামরিক বাহিনীর মিলিটারি পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন।

এ উদ্দ্যেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩০ শয্যার আইসোলেন শাখা (ওংড়ষধঃরড়হ) শাখা খোলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবার খাবার, শিশু খাদ্য, শিশুদের ডায়াপার ও অন্য সামগ্রী সরবরাহ করছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস কোয়ারান্টাইন ভবনের সার্বিক ব্যবস্থাপনা করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন মশক নিধনসহ ক্যাম্পের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করছে।

পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের চারপাশে নিরাপত্তা দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সার্কক্ষণিক যোগাযোগ রাখছেন। আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে চীনের উহান থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বলা হয়, জ্বরে আক্রান্ত একজন শিশুকে বাবা-মাসহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়, তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে। নিয়মিতভাবে চার বেলা খাবার সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন দু’বেলা মাস্ক সরবরাহ করা হয়। সেনা কর্তৃপক্ষ কোয়ারান্টাইন কক্ষগুলো ও চারপাশের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব পালন করছেন। আমরা নিয়মিতভাবে কোয়ারনান্টাইনকৃত যাত্রীদের মতামত ও প্রতিক্রিয়া নিচ্ছি এবং সে অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি জেলা পর্যায়ে আইসোলেশান (ওংড়ষধঃরড়হ) ওয়ার্ড ও ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। এ সব মেডিকেল কলেজ হাসপাতালে কক্ষ প্রস্তুত করা। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ২৫০ শয্যার আইসোলেশন কক্ষ স্থাপন। সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যধি হাসপাতাল প্রাথমিক পর্যায়ে রোগী গ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকি সংযোগ (জরংশ ঈড়সসঁহরপধঃরড়হ) নিয়মিতভাবে করা হচ্ছে।

সংক্রমণ প্রতিরোধে জোর দেয়া। চীনের নাগরিকদের স্বাস্থ্য নিয়মিতভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা। সামাজিক যোগাযোগমাধ্যমে ও অন্যসব মাধ্যমে প্রচারিত গুজবকে যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে জবাব দেয়া।

গতকাল পর্যন্ত চীন থেকে আসা ৭২৮৪ জনের স্ক্রিনিং হয়েছে। করোনাভাইরাস সন্দেহে গতকাল পর্যন্ত ৪৩ জন চিকিৎসা সেবা নিয়েছেন। করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৭ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চীনের উহান থেকে ফেরত বাংলাদেশি যাত্রীদের অভিভাবকদের যে কোন জিজ্ঞাস্য ও প্রশ্নের জবাব দেবার জন্য আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার বিকেল ৩টায় আইইডিসিআর-এ আমন্ত্রণ জানানো হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে।