ক্ষণগণনা : আর ৩৯ দিন

মুজিববর্ষের আর ৩৯ দিন বাকি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ)।

গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সামনে ক্ষণগণনা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতার স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস ও জীবনদর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুজিববর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মুজিববর্ষে পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ৩৯ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ৩৯ দিন বাকি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ)।

গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সামনে ক্ষণগণনা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতার স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস ও জীবনদর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুজিববর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মুজিববর্ষে পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।