সৌদি থেকে ফিরতে আগ্রহীদের আনা হবে পর্যায়ক্রমে

সৌদি আরব থেকে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। কোয়ারেন্টিন সুবিধা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে জানিয়েছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে মতৈক্য হয়েছে। সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফেরত আনার ক্ষেত্রে আটকেপড়া উমরা হজ পালনকারী, সে দেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও নারী কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। মানুষের আগ্রহ বিবেচনায় নিয়ে আগামী ২০ জুন রিয়াদ থেকে বিমান বাংলাদেশের একটি এবং ১ জুলাই জেদ্দা থেকে আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার। এ দুই ফ্লাইটে মোট ৮০০ যাত্রীকে ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের ফেরানোর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়ার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো জয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে সৌদি আরবের কোম্পানি সেদেশের বাইরে অন্য দেশেও বাংলাদেশের দক্ষ কৃষি শ্রমিকদের কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সৌদি আরবে অন্য খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কৃষি খাতে কাজে লাগানো যেতে পারে। সৌদি আরব বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানি করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ প্রকল্প স্থাপন করা যেতে পারে। বাংলাদেশের কৃষি শ্রমিক এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষদের কাজে লাগানোর বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী উৎসাহ দেখিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারীতে সৌদি আরবসহ বহু দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৌদি আরবে বসবাসরত এবং উমরাহ করতে গিয়ে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলেও তা পারছেন না। বিমান চলাচল বন্ধের মধ্যে মার্চ ও এপ্রিলে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে ৭৬৬ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছিল।

আরও খবর
ইস্পাত কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগৎ : কাদের
আস্থা রাখুন বাংলাদেশ হার মানবে না : প্রধানমন্ত্রী
একজন বিশ্বস্ত বন্ধুর বিদায়
সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু
বন্দুকযুদ্ধে ধর্ষক নিহত
এবারের বাজেট মানবিক বাজেট : সংসদে অর্থমন্ত্রী
যুবলীগের চেষ্টায় বদলে গেল আখাউড়া হাসপাতাল
নকল ওষুধ তৈরির কারখানা : দশ কোটি টাকার ওষুধ জব্দ
টিআইবির অনেক রিপোর্টই একপেশে তথ্যমন্ত্রী
ডাক্তার নেই, এক্সরে মেশিন নষ্ট : করোনা আক্রান্ত ৪৩৯
করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু
নমুনা পরীক্ষায় বিলম্ব ফলাফলে বাড়ছে করোনা আক্রান্ত
একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অন্যদিকে চলছে দখল প্রতিযোগিতা

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

সৌদি থেকে ফিরতে আগ্রহীদের আনা হবে পর্যায়ক্রমে

কূটনৈতিক বার্তা পরিবেশক

সৌদি আরব থেকে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। কোয়ারেন্টিন সুবিধা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে জানিয়েছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে মতৈক্য হয়েছে। সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফেরত আনার ক্ষেত্রে আটকেপড়া উমরা হজ পালনকারী, সে দেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও নারী কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। মানুষের আগ্রহ বিবেচনায় নিয়ে আগামী ২০ জুন রিয়াদ থেকে বিমান বাংলাদেশের একটি এবং ১ জুলাই জেদ্দা থেকে আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার। এ দুই ফ্লাইটে মোট ৮০০ যাত্রীকে ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের ফেরানোর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়ার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো জয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে সৌদি আরবের কোম্পানি সেদেশের বাইরে অন্য দেশেও বাংলাদেশের দক্ষ কৃষি শ্রমিকদের কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সৌদি আরবে অন্য খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কৃষি খাতে কাজে লাগানো যেতে পারে। সৌদি আরব বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানি করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ প্রকল্প স্থাপন করা যেতে পারে। বাংলাদেশের কৃষি শ্রমিক এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষদের কাজে লাগানোর বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী উৎসাহ দেখিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারীতে সৌদি আরবসহ বহু দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৌদি আরবে বসবাসরত এবং উমরাহ করতে গিয়ে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলেও তা পারছেন না। বিমান চলাচল বন্ধের মধ্যে মার্চ ও এপ্রিলে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে ৭৬৬ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছিল।