দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

আমদানিনির্ভর কয়লা দিয়ে চালিত পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। বুধবার বিকেলে এই ইউনিট থেকে ১০০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিটের উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মালিক বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল)। এ কোম্পানিতে দেশের রাষ্ট্রীয় কোম্পানি নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান মালিকানা রয়েছে।

২০১৬ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রায় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৪ মে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গত মে মাসে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা থাকলেও করোনা সংকটসহ নানা কারণে তা পিছিয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটির জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হচ্ছে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

পায়রা কয়লা বিদ্যুৎকেন্দ্র

দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব বার্তা পরিবেশক |

আমদানিনির্ভর কয়লা দিয়ে চালিত পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। বুধবার বিকেলে এই ইউনিট থেকে ১০০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিটের উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মালিক বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল)। এ কোম্পানিতে দেশের রাষ্ট্রীয় কোম্পানি নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান মালিকানা রয়েছে।

২০১৬ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রায় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৪ মে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গত মে মাসে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা থাকলেও করোনা সংকটসহ নানা কারণে তা পিছিয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটির জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হচ্ছে।