একাদশ শ্রেণীতে ভর্তির সময় ২ দিন বেড়েছে

করোনা সংক্রমণ অব্যাহত থাকার কারণে সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সময় দুই দিন বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তির শেষ সময় ছিল; কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ভর্তির সময় বাড়িয়ে মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এই বিজ্ঞপ্তি দেশের সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘কোভিড-১৯ মাহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। মহামারীর উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার্থীদের কলেজে জমা দিতে হবে। তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল সাপেক্ষে কলেজে ভর্তি হতে হবে।’

গত ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ হওয়ার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। এসব শিক্ষার্থীই একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে।

আরও খবর
এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন
গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতদের অবশ্যই শাস্তি হবে প্রধানমন্ত্রী
দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু
অনুমতি ছাড়া কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না
বিস্ফোরণে হতাহতদের প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ
ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ, লেনদেন বন্ধ নয়
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বিরতি
সিনহা হত্যা তদন্তকে প্রভাবিত করুক এটা চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিভ্রান্তি
জাহিদের নির্যাতনে মৃত্যু হয় ঝুট ব্যবসায়ী সুজনের
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন
নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ লাশ উদ্ধার, শিশুই বেশি
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

একাদশ শ্রেণীতে ভর্তির সময় ২ দিন বেড়েছে

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনা সংক্রমণ অব্যাহত থাকার কারণে সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সময় দুই দিন বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তির শেষ সময় ছিল; কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ভর্তির সময় বাড়িয়ে মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এই বিজ্ঞপ্তি দেশের সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘কোভিড-১৯ মাহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। মহামারীর উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার্থীদের কলেজে জমা দিতে হবে। তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল সাপেক্ষে কলেজে ভর্তি হতে হবে।’

গত ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ হওয়ার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। এসব শিক্ষার্থীই একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে।