বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় একটি সংগঠন। চট্টগ্রামস্থ বাঁশখালী উপজেলার বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র এর আলোচনা সভায় এ দাবি জানানো হয়। গতকাল সকালে এ সভায় বলা হয়, বাহারছড়া পশ্চিম বাঁশখালী উপকূলীয় ও সমুদ্র এলাকায় প্রায় ২৫ কি. মি. স্থান আছে। আর একটা নতুন করে বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকতে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। তাই বাঁশখালী-বাহারছড়া অর্থনীতি সম্ভাবনাময় হয়ে এক মনোরম ভূখ-ে পরিণত হবে। বাঁশখালী উপকূলে পর্যটন হাতছানি নতুন করে জন্ম নেবে। পর্যটন স্পট হবে উপকূলীয় বঙ্গবন্ধু সমুদ্র সৈকত নামে নামকরণ হবে। এর আগে গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের সভাপতি নজির আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. আবু ইউছুফ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন অ্যাড. একেএম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আহম্মদুর রহমান চৌধুরী, জেলা আ’লীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিপু, ইউনিয়ন আ’লীগ নেতা মোস্তাক আলী টিপু, মাস্টার সাইফুদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোনায়েম, জাহেদ জাহান চৌধুরী খোকন, আ’লীগ নেতা আবু আহম্মদ, মাঈনুদ্দীন চৌধুরী সবুজ, দফতর সম্পাদক, মৌলানা মুছা প্রমুখ।

আরও খবর
দেশীয় কয়লা উত্তোলন থেকে দূরে থাকা আত্মঘাতী নীতি
নির্বাচন এলে অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি তথ্যমন্ত্রী
বরিশালে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব আবারও বন্ধ
বিতর্কিতরা যাতে কমিটিতে আসতে না পারে দল সচেষ্ট থাকবে কাদের
বাংলাদেশের লাল-সবুজের পতাকা পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে : নাজমুন
নারী নেত্রী আয়শা খানমের জীবনাবসান
গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক শওকত ওসমান
নাট্যব্যক্তিত্ব মীর মুজতবা আলীর জন্মোৎসব
দিনাজপুরে শতবর্ষী মঞ্চে নাটক ‘ক্ষত-বিক্ষত’
কম্পিউটার অপারেটর থেকে এজিএম : আড়াই বছরেও তদন্ত শেষ হয়নি
আশ্রয়হীন ১৫৩৪ পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা
ধর্ষকের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ
গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন চলছে ফখরুল

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় একটি সংগঠন। চট্টগ্রামস্থ বাঁশখালী উপজেলার বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র এর আলোচনা সভায় এ দাবি জানানো হয়। গতকাল সকালে এ সভায় বলা হয়, বাহারছড়া পশ্চিম বাঁশখালী উপকূলীয় ও সমুদ্র এলাকায় প্রায় ২৫ কি. মি. স্থান আছে। আর একটা নতুন করে বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকতে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। তাই বাঁশখালী-বাহারছড়া অর্থনীতি সম্ভাবনাময় হয়ে এক মনোরম ভূখ-ে পরিণত হবে। বাঁশখালী উপকূলে পর্যটন হাতছানি নতুন করে জন্ম নেবে। পর্যটন স্পট হবে উপকূলীয় বঙ্গবন্ধু সমুদ্র সৈকত নামে নামকরণ হবে। এর আগে গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের সভাপতি নজির আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. আবু ইউছুফ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন অ্যাড. একেএম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আহম্মদুর রহমান চৌধুরী, জেলা আ’লীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিপু, ইউনিয়ন আ’লীগ নেতা মোস্তাক আলী টিপু, মাস্টার সাইফুদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোনায়েম, জাহেদ জাহান চৌধুরী খোকন, আ’লীগ নেতা আবু আহম্মদ, মাঈনুদ্দীন চৌধুরী সবুজ, দফতর সম্পাদক, মৌলানা মুছা প্রমুখ।