জামায়াত-শিবির নেতাদের গোপন বৈঠক : ৩২ জন আটক

বৈঠকের উদ্দেশ্য ছিল নাশকতা

রংপুর নগরীর পশুরাম থানার তালতলা এলাকায় একটি বাসায় গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইনসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশের উপকমিশনার (অপরাধ) মারুফ হোসেন। গতকাল বিকেলে আদালতে চালান দেয়া হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে রংপুর নগরীর পশুরাম তালতলা এলাকায় একটি বাড়িতে পিকনিক করার নামে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ওপর ভিত্তি করে পশুরাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের যাচাই-বাছাই করে ১৬ জনকে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইন রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামানসহ ৯ জামায়াত-শিবির নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৩ জনকে সন্দেহজনক মামলায় আদালতে চালান দেয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকনিক করার নামে রাত ৯টার দিকে একটি বাসায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। পরে প্রাথমিক যাচাই-বাছাই করে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইন ও স্থানীয় জামায়াত নেতা কামরুজ্জামানসহ ৯ জনকে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৩ জনকে সন্দেহজনক গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে। তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে কোর্ট সিএসআই মনোয়ার হোসেন জানান, গতকাল বিকেলে গ্রেপ্তারকৃত ৩২ জনকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মেহবুবের আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

রংপুরে পিকনিকের নামে

জামায়াত-শিবির নেতাদের গোপন বৈঠক : ৩২ জন আটক

বৈঠকের উদ্দেশ্য ছিল নাশকতা

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর নগরীর পশুরাম থানার তালতলা এলাকায় একটি বাসায় গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইনসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশের উপকমিশনার (অপরাধ) মারুফ হোসেন। গতকাল বিকেলে আদালতে চালান দেয়া হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে রংপুর নগরীর পশুরাম তালতলা এলাকায় একটি বাড়িতে পিকনিক করার নামে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ওপর ভিত্তি করে পশুরাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের যাচাই-বাছাই করে ১৬ জনকে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইন রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামানসহ ৯ জামায়াত-শিবির নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৩ জনকে সন্দেহজনক মামলায় আদালতে চালান দেয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকনিক করার নামে রাত ৯টার দিকে একটি বাসায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। পরে প্রাথমিক যাচাই-বাছাই করে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইন ও স্থানীয় জামায়াত নেতা কামরুজ্জামানসহ ৯ জনকে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৩ জনকে সন্দেহজনক গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে। তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে কোর্ট সিএসআই মনোয়ার হোসেন জানান, গতকাল বিকেলে গ্রেপ্তারকৃত ৩২ জনকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মেহবুবের আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।