আ’লীগ-যুবলীগের ৫ শতাধিক নেতাকর্মীর নামে ৩ মামলা

বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচশতাধিক নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা হয়েছে।

গত বুধবার বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মোটর মালিক গ্রুপের এক পক্ষে ডাকে পরিবহন ধর্মঘট আংশিক পালিত হচ্ছে। বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একপক্ষ পরিবহন ধর্মঘট আহ্বান করায় চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে বগুড়ার ওপর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রয়েছে। এছাড়াও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে গত মঙ্গলবার চারমাথা বাসটার্মিনাল চত্বরে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাতসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন নান্নু খান বাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। অপরদিকে মোটে মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে তার অফিস ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেছেন। এছাড়াও মঞ্জুরুল আলম মোহনের পক্ষে তার ছোট ভাই মশিউল আলম দীপন বাদী হয়ে পেট্রল পাম্প ভাংচুর, বাস ভাংচুরের অভিযোগে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে শতাধিক নেতা কর্মীর নামে মামলা দায়ের করেছেন।

আরও খবর
সিসিক’র স্বাস্থ্যকর্তা ফের করোনায় আক্রান্ত
বাজারের বর্জ্যে অস্তিত্ব সংকটে বামনসুন্দর খাল
স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন মানুষ
বোদায় জমি বিবাদে নারী নিহত
স্বাভাবিক হয়েও প্রতিবন্ধী পরিচয়পত্রের রহস্যজনক ব্যবহার সর. কর্মচারীর
মামলার ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তায় পরিবার
শেওলা সেতুর টোল থেকে ২১ বছরেও মুক্তি পায়নি সিলেটবাসী
রাতে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর-অগ্নিসংযোগ দুর্বৃত্তদের
দাউদকান্দিতে মেয়র পদে ত্রিমুখী লড়াই
লোহালিয়া সেতুর নির্মাণ কাজ ফের বাড়ছে দু’বছর
সীতাকুন্ডে অবৈধ ইটভাটা উচ্ছেদ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থী
মাধবদীতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা
সুন্দরগঞ্জে দুই জামায়াত কর্মী ধৃত
নৌকার মাঝি হতে চান আ’লীগ নেতা রফিক

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

আ’লীগ-যুবলীগের ৫ শতাধিক নেতাকর্মীর নামে ৩ মামলা

বগুড়া, প্রতিনিধি

বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচশতাধিক নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা হয়েছে।

গত বুধবার বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মোটর মালিক গ্রুপের এক পক্ষে ডাকে পরিবহন ধর্মঘট আংশিক পালিত হচ্ছে। বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একপক্ষ পরিবহন ধর্মঘট আহ্বান করায় চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে বগুড়ার ওপর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রয়েছে। এছাড়াও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে গত মঙ্গলবার চারমাথা বাসটার্মিনাল চত্বরে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাতসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন নান্নু খান বাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। অপরদিকে মোটে মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে তার অফিস ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেছেন। এছাড়াও মঞ্জুরুল আলম মোহনের পক্ষে তার ছোট ভাই মশিউল আলম দীপন বাদী হয়ে পেট্রল পাম্প ভাংচুর, বাস ভাংচুরের অভিযোগে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে শতাধিক নেতা কর্মীর নামে মামলা দায়ের করেছেন।