প্রাথমিকে দেশ সেরা ৫ উদ্ভাবক

করোনাকালে ২০২১ সালের অনলাইন প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ‘দেশসেরা উদ্ভাবক’ নির্বাচিত হয়েছেন ৫ জন। নির্বাচিত পাঁচটির মধ্যে তিনটি নতুন উদ্ভাবনী ধারণা এবং দুইটি ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প। গত শনিবার উদ্ভাবক নির্বাচন অনুষ্ঠানে পাঁচ উদ্ভাবককে দেশসেরা হিসেবে মনোনীত করার পর ভার্চুয়াল প্লাটফর্মে প্রকাশ করা হয়।

নির্বাচিতরা হলেন ডিপিইর শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উল ইসলাম, সিলেটের শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, দিনাজপুরের হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুল হাসান, চট্টগ্রামের ভুমিরখীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল্লাহ সরোয়ার এবং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি। প্রাথমিকভাবে নির্বাচিত ৪৫টি উদ্ভাবনীর মধ্য থেকে তারা চূড়ান্ত পর্যায়ে গিয়ে নির্বাচিত হন। জয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) থেকে জানা গেছে।

দেশসেরা নির্বাচিতদের মধ্যে ‘করোনা তথ্য বাতায়ন’ আইডিয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. শরিফ উল ইসলাম নির্বাচিত হন। এছাড়া ‘সৃজন’ আইডিয়ার জন্য সিলেট বিভাগীয় কার্যালয়ের শিক্ষা অফিসার কিশোলয় চক্রবর্তী, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা (ডাটাবেস সফটওয়্যার) আইডিয়ার জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল্লাহ সরোয়ার, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা (ডাটাবেস সফটওয়্যার)‘ আইডিয়ার জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান এবং ‘করোনাকালীন শিক্ষা, প্রতিযোগিতা ও আনন্দে’ শীর্ষক আইডিয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি সেরা উদ্ভাবক নির্বাচিত হন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে আমরা শিক্ষক কর্মকর্তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছি। মন্ত্রিপরিষদের নীতিমালা অনুযায়ী দেশসেরা ৫ জন উদ্ভাবক নির্বাচন করা হয়েছে। মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন আইডিয়া আমরা নিচ্ছি এবং তা বাস্তবায়ন করছি। এবার এই আয়োজনে অনলাইন প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

সোমবার, ১৭ মে ২০২১ , ৩০ বৈশাখ ১৪২৮ ৩০ রমজান ১৪৪২

প্রাথমিকে দেশ সেরা ৫ উদ্ভাবক

নিজস্ব বার্তা পরিবেশক

করোনাকালে ২০২১ সালের অনলাইন প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ‘দেশসেরা উদ্ভাবক’ নির্বাচিত হয়েছেন ৫ জন। নির্বাচিত পাঁচটির মধ্যে তিনটি নতুন উদ্ভাবনী ধারণা এবং দুইটি ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প। গত শনিবার উদ্ভাবক নির্বাচন অনুষ্ঠানে পাঁচ উদ্ভাবককে দেশসেরা হিসেবে মনোনীত করার পর ভার্চুয়াল প্লাটফর্মে প্রকাশ করা হয়।

নির্বাচিতরা হলেন ডিপিইর শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উল ইসলাম, সিলেটের শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, দিনাজপুরের হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুল হাসান, চট্টগ্রামের ভুমিরখীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল্লাহ সরোয়ার এবং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি। প্রাথমিকভাবে নির্বাচিত ৪৫টি উদ্ভাবনীর মধ্য থেকে তারা চূড়ান্ত পর্যায়ে গিয়ে নির্বাচিত হন। জয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) থেকে জানা গেছে।

দেশসেরা নির্বাচিতদের মধ্যে ‘করোনা তথ্য বাতায়ন’ আইডিয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. শরিফ উল ইসলাম নির্বাচিত হন। এছাড়া ‘সৃজন’ আইডিয়ার জন্য সিলেট বিভাগীয় কার্যালয়ের শিক্ষা অফিসার কিশোলয় চক্রবর্তী, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা (ডাটাবেস সফটওয়্যার) আইডিয়ার জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল্লাহ সরোয়ার, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা (ডাটাবেস সফটওয়্যার)‘ আইডিয়ার জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান এবং ‘করোনাকালীন শিক্ষা, প্রতিযোগিতা ও আনন্দে’ শীর্ষক আইডিয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি সেরা উদ্ভাবক নির্বাচিত হন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে আমরা শিক্ষক কর্মকর্তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছি। মন্ত্রিপরিষদের নীতিমালা অনুযায়ী দেশসেরা ৫ জন উদ্ভাবক নির্বাচন করা হয়েছে। মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন আইডিয়া আমরা নিচ্ছি এবং তা বাস্তবায়ন করছি। এবার এই আয়োজনে অনলাইন প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।