তিন জেলায় করোনায় মৃত্যু ৫

রাজশাহীতে ৩

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত বুধবার বিভাগের বগুড়া, নওগাঁ ও পাবনায় একজন করে এই তিনজনের মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকর জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে।

ময়মনসিংহে ১

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

করোনা পজেটিভ হয়ে ময়মনসিংহে ১ জন মারা গেছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বাকিরা অন্যান্য উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮ জন। জেলাপ্রশাসন জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা পজেটিভ হযে জেলার ফুলপুর উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৭৭ জন।

কিশোরগঞ্জে ১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনায় আরো একজন মারা গেছেন। সদর উপজেলার ৭০ বছরের এক পুরুষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ৮৪ জন। অন্যদিকে বৃহস্পতিবার নতুন ১৪ জনের করোনা ধরা পড়েছে।

আর সুস্থ হয়েছেন ১১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৩টি আর পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে। আর জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং কটিয়াদী ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১১ জন এবং কটিয়াদী, ভৈরব ও নিকলীতে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৭ জন আর নিকলীতে ৪ জন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৫৮ জন

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

তিন জেলায় করোনায় মৃত্যু ৫

রাজশাহীতে ৩

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত বুধবার বিভাগের বগুড়া, নওগাঁ ও পাবনায় একজন করে এই তিনজনের মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকর জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে।

ময়মনসিংহে ১

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

করোনা পজেটিভ হয়ে ময়মনসিংহে ১ জন মারা গেছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বাকিরা অন্যান্য উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮ জন। জেলাপ্রশাসন জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা পজেটিভ হযে জেলার ফুলপুর উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৭৭ জন।

কিশোরগঞ্জে ১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনায় আরো একজন মারা গেছেন। সদর উপজেলার ৭০ বছরের এক পুরুষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ৮৪ জন। অন্যদিকে বৃহস্পতিবার নতুন ১৪ জনের করোনা ধরা পড়েছে।

আর সুস্থ হয়েছেন ১১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৩টি আর পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে। আর জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং কটিয়াদী ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১১ জন এবং কটিয়াদী, ভৈরব ও নিকলীতে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৭ জন আর নিকলীতে ৪ জন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৫৮ জন