করোনা পরীক্ষার ভুল রিপোর্ট, তদন্ত শুরু প্রাভা হেলথের বিরুদ্ধে

করোনা পরীক্ষা করে ‘ভুল রিপোর্ট’ দেয়ার ঘটনায় প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ডা. মাহফুজ শফিকের অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. জাহিদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর। তদন্ত কমিটিতে ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসানও রয়েছেন।

করোনার ভুল রিপোর্ট দেয়ার বিষয়ে গত ১২ জুলাই সংবাদ ‘২২ ঘণ্টার ব্যবধানে নমুনা পরীক্ষার দুই ফল : করোনার ভুল রিপোর্টে বিপাকে সাবেক আইনমন্ত্রীর পরিবার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

ডা. মাহফুজ শফিক প্রাভার বিরুদ্ধে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করার বিষয়টি সংবাদকে জানান। অভিযোগের অনুলিপি স্বাস্থ্যমন্ত্রী ও সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, র‌্যাব মহাপরিচালক ও তদন্ত কমিটিকে দেন।

মাহফুজ শফিক সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটি আমার কাছে পুরো ঘটনা মনোযোগের সঙ্গে শুনেছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমার একটাই আশা সত্যটা সামনে আনা। করোনা মহামারীতে এমনিতেই আমরা জর্জরিত। আর কোন সাহেদ-সাবরিনার জন্ম না হোক।’

প্রাভার বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সংবাদকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। তদন্ত না হওয়া পর্যন্ত কোন কথা বলতে চাচ্ছি না, বা বলা উচিত হবে না। তবে তদন্তে যদি উঠে আসে তারা ইচ্ছকৃতভাবে ভুল করেছে তবে তাদের করোনা পরীক্ষার যে অনুমোদন দেয়া হয়েছে তা বাতিল করা হবে।’

তদন্ত কমিটির প্রধান ডা. মো. জাহিদুল ইসলাম সংবাদকে বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তদন্ত শেষে ডিজি মহোদয় সাংবাদিকদের সব জানাবেন। তবে সুষ্ঠু তদন্ত হবে এটুকু আশা করতে পারেন।’

এ বিষয়ে জানতে চাইলে টিবি হাসপাতালের সহকারী পরিচালক ড. আয়শা আখতার সংবাদকে বলেন, ‘যদি ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হয় তবে অবশ্যই তা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি সেনসেটিভ- তাই তদন্ত করতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে। আশা করবো সঠিক তদন্ত হবে।’

গত ৭ জুলাই বনানীর প্রাভা হেলথে গিয়ে নমুনা দেন সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার সফিক আহমেদের পুত্র ডা. মাহফুজের স্ত্রী ও দুই কন্যা। তাদের সবার পজেটিভ রিপোর্ট দেয় প্রাভা। পরের দিন আইইডিসিআরে পরীক্ষা করে সবার রিপোর্ট নেগেটিভ আসে। এ বিষয়ে ডা. মাহফুজের পরিবারের কাছে কোন সদুত্তর দিতে পারেনি প্রাভা।

শনিবার, ১৭ জুলাই ২০২১ , ২ শ্রাবন ১৪২৮ ৬ জিলহজ ১৪৪২

করোনা পরীক্ষার ভুল রিপোর্ট, তদন্ত শুরু প্রাভা হেলথের বিরুদ্ধে

নিজস্ব বার্তা পরিবেশক

করোনা পরীক্ষা করে ‘ভুল রিপোর্ট’ দেয়ার ঘটনায় প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ডা. মাহফুজ শফিকের অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. জাহিদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর। তদন্ত কমিটিতে ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসানও রয়েছেন।

করোনার ভুল রিপোর্ট দেয়ার বিষয়ে গত ১২ জুলাই সংবাদ ‘২২ ঘণ্টার ব্যবধানে নমুনা পরীক্ষার দুই ফল : করোনার ভুল রিপোর্টে বিপাকে সাবেক আইনমন্ত্রীর পরিবার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

ডা. মাহফুজ শফিক প্রাভার বিরুদ্ধে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করার বিষয়টি সংবাদকে জানান। অভিযোগের অনুলিপি স্বাস্থ্যমন্ত্রী ও সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, র‌্যাব মহাপরিচালক ও তদন্ত কমিটিকে দেন।

মাহফুজ শফিক সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটি আমার কাছে পুরো ঘটনা মনোযোগের সঙ্গে শুনেছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমার একটাই আশা সত্যটা সামনে আনা। করোনা মহামারীতে এমনিতেই আমরা জর্জরিত। আর কোন সাহেদ-সাবরিনার জন্ম না হোক।’

প্রাভার বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সংবাদকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। তদন্ত না হওয়া পর্যন্ত কোন কথা বলতে চাচ্ছি না, বা বলা উচিত হবে না। তবে তদন্তে যদি উঠে আসে তারা ইচ্ছকৃতভাবে ভুল করেছে তবে তাদের করোনা পরীক্ষার যে অনুমোদন দেয়া হয়েছে তা বাতিল করা হবে।’

তদন্ত কমিটির প্রধান ডা. মো. জাহিদুল ইসলাম সংবাদকে বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তদন্ত শেষে ডিজি মহোদয় সাংবাদিকদের সব জানাবেন। তবে সুষ্ঠু তদন্ত হবে এটুকু আশা করতে পারেন।’

এ বিষয়ে জানতে চাইলে টিবি হাসপাতালের সহকারী পরিচালক ড. আয়শা আখতার সংবাদকে বলেন, ‘যদি ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হয় তবে অবশ্যই তা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি সেনসেটিভ- তাই তদন্ত করতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে। আশা করবো সঠিক তদন্ত হবে।’

গত ৭ জুলাই বনানীর প্রাভা হেলথে গিয়ে নমুনা দেন সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার সফিক আহমেদের পুত্র ডা. মাহফুজের স্ত্রী ও দুই কন্যা। তাদের সবার পজেটিভ রিপোর্ট দেয় প্রাভা। পরের দিন আইইডিসিআরে পরীক্ষা করে সবার রিপোর্ট নেগেটিভ আসে। এ বিষয়ে ডা. মাহফুজের পরিবারের কাছে কোন সদুত্তর দিতে পারেনি প্রাভা।