এসএমএস পেয়েও টিকা না পাওয়ায় শত শত প্রবাসীর বিক্ষোভ

নোয়াখালীতে করোনার টিকা না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া টিকা প্রত্যাশী প্রবাসীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন ইউনিটের সামানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া কয়েকশ টিকা প্রত্যাশী গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে জড়ো হন। তারা এসে দেখেন হাসপাতালের প্রধান গেটসহ সবগুলো কক্ষেই তালা ঝুলছে। কথা বলার মতো কাউকে পাননি তারা। এ সময় দূর-দুরান্ত থেকে আসা ভ্যাকসিন প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন টিকা প্রত্যাশীরা।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার বলেন, গত বৃহস্পতিবার আমাদের কাছে টিকা না থাকায় দেয়া যায়নি। গত বুধবার মাইকিংসহ বিভিন্ন প্রচারনা করে বিষয়টি স্থানীয়দের অবহিত করা হয়েছিল। এরপরও কিছু প্রবাসী চলে এসেছে। তবে কালকের (শুক্রবার) মধ্যে টিকা চলে আসবে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতার জানান, খবর পেয়ে তিনি ১ হাজার টিকা পাঠিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না তিনি জানান।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

এসএমএস পেয়েও টিকা না পাওয়ায় শত শত প্রবাসীর বিক্ষোভ

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে করোনার টিকা না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া টিকা প্রত্যাশী প্রবাসীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন ইউনিটের সামানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া কয়েকশ টিকা প্রত্যাশী গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে জড়ো হন। তারা এসে দেখেন হাসপাতালের প্রধান গেটসহ সবগুলো কক্ষেই তালা ঝুলছে। কথা বলার মতো কাউকে পাননি তারা। এ সময় দূর-দুরান্ত থেকে আসা ভ্যাকসিন প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন টিকা প্রত্যাশীরা।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার বলেন, গত বৃহস্পতিবার আমাদের কাছে টিকা না থাকায় দেয়া যায়নি। গত বুধবার মাইকিংসহ বিভিন্ন প্রচারনা করে বিষয়টি স্থানীয়দের অবহিত করা হয়েছিল। এরপরও কিছু প্রবাসী চলে এসেছে। তবে কালকের (শুক্রবার) মধ্যে টিকা চলে আসবে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতার জানান, খবর পেয়ে তিনি ১ হাজার টিকা পাঠিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না তিনি জানান।