বিশ্বকাপে চ্যালেঞ্জ বলতে কিছু নেই : নাসুম

অতিসম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর প্রাপ্তির মধ্যেও শঙ্কা টাইগার ফ্যানদের মনে।

নিজেদের মাঠে স্পিনবান্ধব উইকেটে সাফল্য পেলেও টি-২০ বিশ্বকাপে টাইগারদের ‘খেসারত’ দিতে হতে পারে, এই আলোচনা এখনও থামেনি। তবে দলের তরুণ নাসুম আহমেদের বিশ্বাস, বিশ্বকাপেও বাংলাদেশের স্পিনাররা ভালো করবেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম। নিজেকে চিনিয়েছেন সামর্থ্যরে প্রমাণ দিয়ে। দুই সিরিজে ১০ ম্যাচের সবক’টিতে খেলেছেন বাঁ-হাতি এই স্পিনার। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের মতো তো হবে না আমিরাত ও ওমানের বিশ্বকাপের উইকেট। আইসিসির টুর্নামেন্টে সবসময় স্পোর্টিং উইকেট হয়। সেই জায়গায় স্পিন নিয়ে কিছুটা দুশ্চিন্তা কি থেকে গেলো না?

নাসুম অত কিছু ভাবছেন না। প্রথমবার বিশ্ব আসরে নামতে যাওয়ার আগে চ্যালেঞ্জেরও কিছু দেখছেন না। বরং ভালো করার বিশ্বাস তার মনে। গতকাল মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নাসুম বলেন, ‘আসলে এখানে (বিশ্বকাপে) চ্যালেঞ্জ বলতে কিছু নেই। ভালো করতে হবে যেকোন উইকেটে। আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ।’

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

বিশ্বকাপে চ্যালেঞ্জ বলতে কিছু নেই : নাসুম

ক্রীড়া বার্তা পরিবেশক

অতিসম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর প্রাপ্তির মধ্যেও শঙ্কা টাইগার ফ্যানদের মনে।

নিজেদের মাঠে স্পিনবান্ধব উইকেটে সাফল্য পেলেও টি-২০ বিশ্বকাপে টাইগারদের ‘খেসারত’ দিতে হতে পারে, এই আলোচনা এখনও থামেনি। তবে দলের তরুণ নাসুম আহমেদের বিশ্বাস, বিশ্বকাপেও বাংলাদেশের স্পিনাররা ভালো করবেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম। নিজেকে চিনিয়েছেন সামর্থ্যরে প্রমাণ দিয়ে। দুই সিরিজে ১০ ম্যাচের সবক’টিতে খেলেছেন বাঁ-হাতি এই স্পিনার। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের মতো তো হবে না আমিরাত ও ওমানের বিশ্বকাপের উইকেট। আইসিসির টুর্নামেন্টে সবসময় স্পোর্টিং উইকেট হয়। সেই জায়গায় স্পিন নিয়ে কিছুটা দুশ্চিন্তা কি থেকে গেলো না?

নাসুম অত কিছু ভাবছেন না। প্রথমবার বিশ্ব আসরে নামতে যাওয়ার আগে চ্যালেঞ্জেরও কিছু দেখছেন না। বরং ভালো করার বিশ্বাস তার মনে। গতকাল মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নাসুম বলেন, ‘আসলে এখানে (বিশ্বকাপে) চ্যালেঞ্জ বলতে কিছু নেই। ভালো করতে হবে যেকোন উইকেটে। আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ।’