ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত

ভোলার বোরহানউদ্দিন হাসান-নগর ইউনিয়নের মেঘনা নদী এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবকটি উদ্ধারের পর চিকিৎসা শেষে গত সোমবার দুপুরে তজুমদ্দিন উপজেলার মধ্য মেঘনার বনে ছেড়ে দেয়া হয়েছে।

গত রোববার হরিণ শিশুটিকে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বন বিভাগের স্টাফদের কাছে হস্তান্তর করে। বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার জানান, হরিণ শাবক উদ্ধারের বিষয়টি তাকে জানানো হয়নি। ফলে এটি কোথা থেকে ভেসে এসেছে তাও তিনি জানেন না।

এদিকে তজুমদ্দিন উপজেলার বন বিভাগের ফরেস্টার পলাশ চক্রবর্তী জানান , তারা খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে হরিণ শাবকটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এক দিন অফিসে রাখার পর শাবকটি সুস্থ্য হয়ে ওঠলে সোমবার মধ্য মেঘনার ভাসনভাঙা চর সংলগ্ন চর উড়িলে এটি অবমুক্ত করা হয়।

ঘূর্ণিঝড় ফনির সময়ও জলোচ্ছাসে বেশ কিছু হরিণ ভেসে গিয়ে ছিল। উড়িল চরেও হরিণ আছে। এটি ওই চর বা চর জহির উদ্দিন থেখে ভেসে আসতে পারে বলেও মনে করছেন ওই কর্মকর্তা।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত

জেলা বার্তা পরিবেশক, ভোলা

image

ভোলার বোরহানউদ্দিন হাসান-নগর ইউনিয়নের মেঘনা নদী এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবকটি উদ্ধারের পর চিকিৎসা শেষে গত সোমবার দুপুরে তজুমদ্দিন উপজেলার মধ্য মেঘনার বনে ছেড়ে দেয়া হয়েছে।

গত রোববার হরিণ শিশুটিকে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বন বিভাগের স্টাফদের কাছে হস্তান্তর করে। বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার জানান, হরিণ শাবক উদ্ধারের বিষয়টি তাকে জানানো হয়নি। ফলে এটি কোথা থেকে ভেসে এসেছে তাও তিনি জানেন না।

এদিকে তজুমদ্দিন উপজেলার বন বিভাগের ফরেস্টার পলাশ চক্রবর্তী জানান , তারা খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে হরিণ শাবকটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এক দিন অফিসে রাখার পর শাবকটি সুস্থ্য হয়ে ওঠলে সোমবার মধ্য মেঘনার ভাসনভাঙা চর সংলগ্ন চর উড়িলে এটি অবমুক্ত করা হয়।

ঘূর্ণিঝড় ফনির সময়ও জলোচ্ছাসে বেশ কিছু হরিণ ভেসে গিয়ে ছিল। উড়িল চরেও হরিণ আছে। এটি ওই চর বা চর জহির উদ্দিন থেখে ভেসে আসতে পারে বলেও মনে করছেন ওই কর্মকর্তা।