গ্রন্থাগার চাই

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দুধঘাটা বালুখ- উচ্চ বিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শিক্ষার্থী প্রায় ৮০০। বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ার সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তবে প্রয়োজনীয় দিকটি উপেক্ষিতই রয়ে গেছে। স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়েটিতে নেই কোন গ্রন্থাগার। অথচ আমরা ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার খাতায় ‘তোমার বিদ্যালয়ে গ্রন্থাগার’ অনুচ্ছেনটি শুধু বইয়ের পৃষ্ঠা মুখস্ত লিখে এসেছি। মিথ্যা কথাগুলো পড়তে ও লিখতে হয়েছে। কেননা বাস্তবে স্কুলে এর অস্তিত্বই যে ছিল না।

গ্রন্থাগার হলো জ্ঞানের এমন এক সমুদ্র যেখানে বিচরণ করে প্রতিটি মানুষ উন্নত মননের অধিকারী হতে পারে। আর তাই গ্রন্থাগারকে তুলনা করা হয় শব্দহীন মহাসমুদ্রের সঙ্গে। এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতুবন্ধনের এক নীরব সাক্ষী। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই গ্রন্থাগার থাকা বাধ্যতামূলক হওয়া উচিত। কেননা বর্তমান প্রজন্ম খারাপ দিকে ধাবিত হওয়ার অন্যতম কারণ গ্রন্থাগারের অভাব। তাই শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চন্দন মণ্ডল

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

গ্রন্থাগার চাই

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দুধঘাটা বালুখ- উচ্চ বিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শিক্ষার্থী প্রায় ৮০০। বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ার সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তবে প্রয়োজনীয় দিকটি উপেক্ষিতই রয়ে গেছে। স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়েটিতে নেই কোন গ্রন্থাগার। অথচ আমরা ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার খাতায় ‘তোমার বিদ্যালয়ে গ্রন্থাগার’ অনুচ্ছেনটি শুধু বইয়ের পৃষ্ঠা মুখস্ত লিখে এসেছি। মিথ্যা কথাগুলো পড়তে ও লিখতে হয়েছে। কেননা বাস্তবে স্কুলে এর অস্তিত্বই যে ছিল না।

গ্রন্থাগার হলো জ্ঞানের এমন এক সমুদ্র যেখানে বিচরণ করে প্রতিটি মানুষ উন্নত মননের অধিকারী হতে পারে। আর তাই গ্রন্থাগারকে তুলনা করা হয় শব্দহীন মহাসমুদ্রের সঙ্গে। এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতুবন্ধনের এক নীরব সাক্ষী। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই গ্রন্থাগার থাকা বাধ্যতামূলক হওয়া উচিত। কেননা বর্তমান প্রজন্ম খারাপ দিকে ধাবিত হওয়ার অন্যতম কারণ গ্রন্থাগারের অভাব। তাই শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চন্দন মণ্ডল