সপ্তম

ব্যালন ডি অর জিতলেন মেসি

লিওনেল মেসি ২০২১ সালের ব্যালন ডি অর জিতেছেন। সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১ সালের ব্যালন ডি অর বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করে এবং এর ট্রফি প্রদান করে। এ নিয়ে রেকর্ড সাতবার ব্যালন ডি অর জিতলেন মেসি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে কোপা দেল রে এবং নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেন মেসি। মূলত এ দুটি ট্রফি জেতায় বিশেষ ভূমিকা পালন করাতেই মেসিকে ব্যালন ডি অর প্রদান করা হয়। সোমবারের অনুষ্ঠানে মেসিকে ট্রফি তুলে দেন তার ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ। মেসি গত মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন।

বায়ার্ন মিউনিখের রবার্ট লেফানডস্কি দ্বিতীয়, ইতালির জর্জিনিয়ো তৃতীয় এবং রিয়াল মাদ্রিদের করিম বেনজামা চতুর্থ স্থান লাভ করেন। ক্রিস্টিয়ানো রোনালদো হন ৫ম। ২০১০ সালের পর এই প্রথম তিনি শীর্ষ তিন এ থাকতে ব্যর্থ হলেন। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৫বার এ ট্রফি জিতেছেন রোনালদো। মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুয়েফ এবং মার্কো ফন বাস্তেন তিনবার করে জিতেছেন ব্যালন ডি অর।

লেফানডস্কি বছরের সেরা স্ট্রাইকার হন। বছরের সেরা ক্লাবের পুরস্কার পায় চেলসি। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে ব্যালন ডি অর জিতেছিলেন। গত মৌসুমে তিনি ক্লাবের হয়ে ৪১ ম্যাচে ৩৮টি এবং দেশের হয়ে ২০ ম্যাচে ১০টি গোল করেছিলেন।

বিশে^র সবগুলো দেশের জাতীয় দলের কোচ এবং অধিনায়কের ভোটে ব্যালন ডি অর বিজয়ী নির্বাচন করে থাকে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন।

ব্যালন ডি অর প্রধানের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনলেন রোনালদো।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক এবং ব্যালন ডি অর পুরস্কার এর প্রধান প্যাস্কাল ফেরের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১ সালের ব্যালন ডি অর বিজয়ী হিসেবে মেসিকে পুরস্কৃত করা হয়। প্যাস্কাল নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে জানান রোনালদো সব সময়ে মেসির চেয়ে বেশিবার ব্যালন ডি অর জেতার জন্য চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরেই ব্যালন ডি অর লড়াই চলে আসছিল মেসি ও রোনালদোর মধ্যে। কিন্তু রোনালদো শীর্ষ ৫ এ থাকতে ব্যর্থ হওয়ায় সেই লড়াইয়ের আপাতত শেষ বলে মনে করা হয়। যদিও ডোনারুম্মা, কাইলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন এবং মোহামেদ সালাহকে পেছনে ফেলেছেন রোনালদো।

প্যাস্কাল বলেন, ‘রোনালদোর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশিবার ব্যালন ডি অর জিতে অবসরে যাওয়া। আমি এটা জানি কারণ তিনি আমাকে এ কথা বলেছেন।’

রোনালদো এর প্রতিবাদ জানাতে খুব বেশি সময় নেননি। এক বিবৃতিতে রোনালদো দাবি করেছেন প্যাস্কাল তার ব্যাপারে মিথ্যা কথা বলেছেন। রোনালদোর নাম ব্যবহার করে নিজে প্রচার পাওয়ার জন্যই এ অপকৌশল নিয়েছেন প্যাস্কাল। রোনালদো দাবি করেছেন যে তিনি খেলেন নিজের ক্লাব এবং দেশের সাফল্যের জন্য। তিনি এমন উদাহরণ তৈরি করতে যান যা দেখে তরুণরা অনুপ্রাণিত হয়।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

সপ্তম

ব্যালন ডি অর জিতলেন মেসি

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

লিওনেল মেসি ২০২১ সালের ব্যালন ডি অর জিতেছেন। সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১ সালের ব্যালন ডি অর বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করে এবং এর ট্রফি প্রদান করে। এ নিয়ে রেকর্ড সাতবার ব্যালন ডি অর জিতলেন মেসি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে কোপা দেল রে এবং নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেন মেসি। মূলত এ দুটি ট্রফি জেতায় বিশেষ ভূমিকা পালন করাতেই মেসিকে ব্যালন ডি অর প্রদান করা হয়। সোমবারের অনুষ্ঠানে মেসিকে ট্রফি তুলে দেন তার ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ। মেসি গত মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন।

বায়ার্ন মিউনিখের রবার্ট লেফানডস্কি দ্বিতীয়, ইতালির জর্জিনিয়ো তৃতীয় এবং রিয়াল মাদ্রিদের করিম বেনজামা চতুর্থ স্থান লাভ করেন। ক্রিস্টিয়ানো রোনালদো হন ৫ম। ২০১০ সালের পর এই প্রথম তিনি শীর্ষ তিন এ থাকতে ব্যর্থ হলেন। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৫বার এ ট্রফি জিতেছেন রোনালদো। মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুয়েফ এবং মার্কো ফন বাস্তেন তিনবার করে জিতেছেন ব্যালন ডি অর।

লেফানডস্কি বছরের সেরা স্ট্রাইকার হন। বছরের সেরা ক্লাবের পুরস্কার পায় চেলসি। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে ব্যালন ডি অর জিতেছিলেন। গত মৌসুমে তিনি ক্লাবের হয়ে ৪১ ম্যাচে ৩৮টি এবং দেশের হয়ে ২০ ম্যাচে ১০টি গোল করেছিলেন।

বিশে^র সবগুলো দেশের জাতীয় দলের কোচ এবং অধিনায়কের ভোটে ব্যালন ডি অর বিজয়ী নির্বাচন করে থাকে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন।

ব্যালন ডি অর প্রধানের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনলেন রোনালদো।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক এবং ব্যালন ডি অর পুরস্কার এর প্রধান প্যাস্কাল ফেরের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১ সালের ব্যালন ডি অর বিজয়ী হিসেবে মেসিকে পুরস্কৃত করা হয়। প্যাস্কাল নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে জানান রোনালদো সব সময়ে মেসির চেয়ে বেশিবার ব্যালন ডি অর জেতার জন্য চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরেই ব্যালন ডি অর লড়াই চলে আসছিল মেসি ও রোনালদোর মধ্যে। কিন্তু রোনালদো শীর্ষ ৫ এ থাকতে ব্যর্থ হওয়ায় সেই লড়াইয়ের আপাতত শেষ বলে মনে করা হয়। যদিও ডোনারুম্মা, কাইলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন এবং মোহামেদ সালাহকে পেছনে ফেলেছেন রোনালদো।

প্যাস্কাল বলেন, ‘রোনালদোর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশিবার ব্যালন ডি অর জিতে অবসরে যাওয়া। আমি এটা জানি কারণ তিনি আমাকে এ কথা বলেছেন।’

রোনালদো এর প্রতিবাদ জানাতে খুব বেশি সময় নেননি। এক বিবৃতিতে রোনালদো দাবি করেছেন প্যাস্কাল তার ব্যাপারে মিথ্যা কথা বলেছেন। রোনালদোর নাম ব্যবহার করে নিজে প্রচার পাওয়ার জন্যই এ অপকৌশল নিয়েছেন প্যাস্কাল। রোনালদো দাবি করেছেন যে তিনি খেলেন নিজের ক্লাব এবং দেশের সাফল্যের জন্য। তিনি এমন উদাহরণ তৈরি করতে যান যা দেখে তরুণরা অনুপ্রাণিত হয়।