অভিজ্ঞ জার্মান ম্যান ইউর নতুন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত হলেন জার্মানির প্রখ্যাত কোচ রাল্ফ রাঙ্গনিক কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাঙ্গনিক ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ম্যান ইউর পক্ষ থেকে জানা গিয়েছে যে, তিনি মৌসুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন। এরপর তিনি পরের দুই বছর পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছেন। ৬৩ বছরের রাঙ্গনিক রাশিয়ার ফুটবল ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্টের শীর্ষে ছিলেন। সেই দায়িত্ব ছেড়ে বর্ষীয়ান ফুটবল কোচ ম্যান ইউয়ের দায়িত্ব গ্রহণ করছেন। ওলে গানার সোলজায়ারকে বরখাস্ত করার পর এই মুহূর্তে ইউনাইটেডের কোচের দায়িত্বে রয়েছেন সাবেক ম্যান ইউ ফুটবলার মাইকেল ক্যারিক।

দায়িত্ব গ্রহণের পর রাঙ্গনিক জানিয়েছে, ‘ম্যান ইউর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দলটি প্রতিভায় পূর্ণ। অভিজ্ঞতা এবং তারুণ্যের চমৎকার ভারসাম্য রয়েছে।’ রাঙ্গনিক আটের দশকের গোড়ার দিকে কোচিং শুরু করেছিলেন ।

এদিকে, চেলসি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুতে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিক। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকী, ক্যারিকের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বয়ং রোনালদোও।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

অভিজ্ঞ জার্মান ম্যান ইউর নতুন কোচ

সংবাদ স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত হলেন জার্মানির প্রখ্যাত কোচ রাল্ফ রাঙ্গনিক কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাঙ্গনিক ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ম্যান ইউর পক্ষ থেকে জানা গিয়েছে যে, তিনি মৌসুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন। এরপর তিনি পরের দুই বছর পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছেন। ৬৩ বছরের রাঙ্গনিক রাশিয়ার ফুটবল ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্টের শীর্ষে ছিলেন। সেই দায়িত্ব ছেড়ে বর্ষীয়ান ফুটবল কোচ ম্যান ইউয়ের দায়িত্ব গ্রহণ করছেন। ওলে গানার সোলজায়ারকে বরখাস্ত করার পর এই মুহূর্তে ইউনাইটেডের কোচের দায়িত্বে রয়েছেন সাবেক ম্যান ইউ ফুটবলার মাইকেল ক্যারিক।

দায়িত্ব গ্রহণের পর রাঙ্গনিক জানিয়েছে, ‘ম্যান ইউর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দলটি প্রতিভায় পূর্ণ। অভিজ্ঞতা এবং তারুণ্যের চমৎকার ভারসাম্য রয়েছে।’ রাঙ্গনিক আটের দশকের গোড়ার দিকে কোচিং শুরু করেছিলেন ।

এদিকে, চেলসি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুতে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিক। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকী, ক্যারিকের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বয়ং রোনালদোও।